বাগডুম ডটকম, বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ ই-কমার্স সাইট তাদের লাইফস্টাইল পণ্যের জন্য ভিসা এবং এসএসএল কমার্স –এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বাগডুম ডটকম, ভিসা এবং এসএসএল কমার্স–কে চার হাজার পণ্যের ওপর ১১% পর্যন্ত ছাড় দিতে সম্মত হয়েছে। যেকোন ভিসা ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহারকারী বাগডুম ডটকম থেকে এসএসএল কমার্স–এর পেমেন্ট গেইটওয়ের মাধ্যমে মূল্য পরিশোধে, এসব পণ্য ১১% ছাড়ে ক্রয় করতে পারবে।