ভিসা’র অফার

গ্রাহক, ব্যবসায়িক , অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থাসহ সারা বিশ্বের প্রায় ২০০টি দেশ এবং অঞ্চলে ইলেক্ট্রনিক লেনদেনের ক্ষেত্রে নিরাপদ এবং নির্ভরযোগ্য গ্লোবাল পেমেন্ট প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান হচ্ছে ভিসা। এই সেবার জন্য ভিসা ভিসানেট প্রযুক্তি ব্যবহার করে থাকে। যা প্রতি সেকেন্ডে প্রায় ৬৫,০০০ ইলেক্ট্রনিক লেনদেন করতে সক্ষম। অনলাইনে গ্রাহকের অর্থ চুরি ঠেকাতে এবং মার্চেন পেমেন্টের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিৎ করতে সফলভাবে কাজ করে ‘ভিসানেট’। উল্লেখ্য, ভিসা কোনো ব্যাংক না, এমনকি কোনো ধরনের কার্ড ইস্যুও করে না। এছাড়া ভিসা গ্রাহকদের জন্য ক্রেডিট কিংবা লোন রেটও নির্ধারণ করে না। গ্রাহকদের ভিসা ডেবিট কার্ড থেকে নগদে কিংবা ভিসা ক্রেডিট কার্ডধারী থেকে নির্দিষ্ট ব্যাংক থেকে লোনে প্রাপ্ত অর্থের ইলেক্ট্রনিক পেমেন্ট করার মাধ্যমই হচ্ছে ভিসা।

সম্প্রতি দেশের জনপ্রিয় সুপারশপ মীনা বাজারের সঙ্গে আকর্ষণীয় ৫% ডিসকাউন্ট অফার চালু করেছে বিশ্বের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান ভিসা। আগামী ১৫ সেপ্টেম্বর, ২০১৬ পর্যন্ত দেশের ৩৩টি মীনা বাজার রিটেইল আউটলেট এবংwww.meenabazar.com.bd থেকে কেনাকাটার ক্ষেত্রে যেকোনো কিছু কিনলেই এ ডিসকাউন্ট অফার উপভোগ করতে পারবেন ভিসা কার্ডধারীরা।

আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সকল ভিসা কার্ডধারীদের জন্য এ অফার চালু থাকবে। ঢাকার বনশ্রী, আজিমপুর, ধানমন্ডি ও এলিফ্যান্ট রোডসহ চট্টগ্রামের মীনা বাজার আউটলেটে ডিসকাউন্ট অফার পাওয়া যাবে।

ইলেক্ট্রনিক পেমেন্টের ব্যবহার বাড়ানো এবং নগদ টাকা সঙ্গে রাখার কমানোর উদ্দেশ্যে নিরাপদ, সহজ এবং দ্রত ইলেক্ট্রনিক পদ্ধতিতে অর্থ লেনদেন সেবাদানকারী প্রতিষ্ঠান ভিসার মূল লক্ষ্য।

 

Share This:

*

*