আইটি পণ্যর পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে সরবারহ করছে তাইওয়ানের বিশ্বখ্যাত ব্র্যান্ড ভিভিটেকের আল্ট্রা পোর্টেবল মাল্টিমিডিয়া প্রজেক্টর কিউমি কিউ৩ প্লাস। অত্যাধুনিক ডিজাইনের প্রজেক্টরটি মাল্টিমিডিয়া কাজের সুবিধার্থে আছে ওয়াই-ফাই, ব্লুটুথ, মাইক্রো এসডি কার্ড স্লট এবং উএসবি ফ্লাশ কার্ড, ৮ জিবি ইন্টারনাল মেমোরি ও ৬৪ জিবি পর্যন্ত অ্যাডিশনাল মেমোরি ব্যবহারের সুবিধা। এর আরও বিশেষত্ব কম্পিউটার ছাড়াই পেনড্রাইভের মাধ্যমে ভিডিও-অডিও, অফিস ফাইলসমূহ প্রদর্শন করা যায়। ৫০০ আন্সি লুমেন্স, এইচডিমিআই, ৪ ওয়াট স্পিকার এবং ৩০ হাজার ঘন্টা পর্যন্ত লাইট সোর্স লাইফ দিচ্ছে নতুন কিউমি কিউ৩ প্লাস প্রজেক্টরটি। এছাড়াও প্রজেক্টরটি এইচডি (৭২০ পি) রেজুলেশন দিচ্ছে স্বচ্ছ ও স্পষ্ট দৃশ্য আনার নিশ্চয়তা। ৪টি আকর্ষনীয় কালারে এখন প্রজেক্টরটি বাজারে পাওয়া যাচ্ছে। এক বছর বিক্রয়োত্তর সেবাসহ প্রজেক্টরটির মূল্য ৪৩০০০ হাজার টাকা । বিস্তারিত ০১৯১৫-৪৭৬৩৫৯।