ভিভিটেকের আল্ট্রা পোর্টেবল মাল্টিমিডিয়া প্রজেক্টর

আইটি পণ্যর পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে সরবারহ করছে তাইওয়ানের বিশ্বখ্যাত ব্র্যান্ড ভিভিটেকের আল্ট্রা পোর্টেবল মাল্টিমিডিয়া প্রজেক্টর কিউমি কিউ৩ প্লাস। অত্যাধুনিক ডিজাইনের প্রজেক্টরটি মাল্টিমিডিয়া কাজের সুবিধার্থে আছে ওয়াই-ফাই, ব্লুটুথ, মাইক্রো এসডি কার্ড স্লট এবং উএসবি ফ্লাশ কার্ড, ৮ জিবি ইন্টারনাল মেমোরি ও ৬৪ জিবি পর্যন্ত অ্যাডিশনাল মেমোরি ব্যবহারের সুবিধা। এর আরও বিশেষত্ব কম্পিউটার ছাড়াই পেনড্রাইভের মাধ্যমে ভিডিও-অডিও, অফিস ফাইলসমূহ প্রদর্শন করা যায়। ৫০০ আন্সি লুমেন্স, এইচডিমিআই, ৪ ওয়াট স্পিকার এবং ৩০ হাজার ঘন্টা পর্যন্ত লাইট সোর্স লাইফ দিচ্ছে নতুন কিউমি কিউ৩ প্লাস প্রজেক্টরটি। এছাড়াও প্রজেক্টরটি এইচডি (৭২০ পি) রেজুলেশন দিচ্ছে স্বচ্ছ ও স্পষ্ট দৃশ্য আনার নিশ্চয়তা। ৪টি আকর্ষনীয় কালারে এখন প্রজেক্টরটি বাজারে পাওয়া যাচ্ছে। এক বছর বিক্রয়োত্তর সেবাসহ প্রজেক্টরটির মূল্য ৪৩০০০ হাজার টাকা । বিস্তারিত  ০১৯১৫-৪৭৬৩৫৯।

Share This:

*

*