বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে ই-কমার্স প্ল্যাটফর্ম বি৭১বিডি ডট কম (https://b71bd.com/)। বুধবার (১০ ফেব্রুয়ারি) থেকে বিশেষ এই ছাড় শুরু হয়েছে, যা চলবে রবিবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত।
বি৭১বিডি ই-কমার্স সাইটটিতে ৩৫০টি ক্যাটাগরিতে ৫ হাজারেরও বেশি পণ্য রয়েছে। এসব পণ্যে গ্রাহকরা সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। সাইটটিতে প্রবেশ করে পছন্দমতো যেকোনও পণ্য অর্ডার করলে তা বাসায় পৌঁছে দেবে প্রতিষ্ঠানটি।
বিশেষ এই অফার সম্পর্কে বি৭১বিডি ডট কমের প্রধান নির্বাহী মো. মনিরুজ্জামান মৃধা বলেন, ভালোবাসা দিবস উপলক্ষে যে শুধু তরুণরাই কেনাকাটা করে তা নয়। বর্তমানে সব বয়সের মানুষ এই দিনে তার প্রিয়জনকে পছন্দের জিনিস উপহার দেয়। আমরা সবার ভালোবাসার প্রতি সম্মান জানিয়েই বিশেষ এই ছাড়ের ব্যবস্থা করেছি।
মনিরুজ্জামান মৃধা আরও বলেন, সবাই যেন তাদের সাধ্যের মধ্যে প্রিয়জনকে উপহার দিতে পারেন সেজন্য আমাদের বিভিন্ন ক্যাটাগরির পণ্যে ছাড় রয়েছে। গ্রাহকরা সাইটে প্রবেশ করলেই এসব পণ্য দেখতে পাবেন এবং পছন্দমতো অর্ডার করতে পারবেন কোনও ঝামেলা ছাড়াই। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে চলছে ফাগুনের আগুন অফার। পয়লা ফাল্গুন অব্দি এই অফারে ফাগুনের বিভিন্ন পোশাকে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। এরমধ্যে রয়েছে কাপল ড্রেস, শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, কুর্তি, জিন্স আইটেম ইত্যাদি। বি৭১বিডি ডট কমের ওয়েব ঠিকানা: https://b71bd.com/ ফেসবুক পেজ ঠিকানা: https://www.facebook.com/b71bd/