ব্র্যাক মন্থন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড পেলো আরএক্স ৭১

তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নের লক্ষে কাজ করে আসছে আর এক্স ৭১ (জী৭১)। এই উদ্যোগের স্বীকৃতি স্বরুপ ৮ অক্টোবর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত র্ব্যাক মন্থন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ডের ই-হেলথ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে আর এক্স৭১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন। আরএক্স ৭১ লিমিটেডের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির সহ প্রতিষ্ঠাতা তারেক হাসান ও মেহেদী হাসান পুরস্কার গ্রহন করেন। আরএক্স ৭১ লিমিটেডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন বলেন, দেশের মানুষকে স্বাস্থ্য সচেতন করতে, রোগ সর্ম্পকে সাধারণ ধারণা দিতে এবং জরুরি মুহূর্তে কোন চিকিৎসকের কাছে যেতে হবে সে-বিষয়ক দরকারি তথ্য সরবরাহ করে যাচ্ছে জী৭১। এছাড়া ভবিষ্যতে আমাদের আরো কিছু তথ্য প্রযুক্তিভিত্তিক সার্ভিস চালু হবে। গত দুই বছরের গবেষণা করে এই সেবা চালু করা হয়েছে। সেবাটিকে আমরা বলছি স্বাস্থ্য সেবায় ৩৬০ ডিগ্রি সলিউশন। আরএক্স ৭১ লিমিটেডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন আরও বলেন, গত মে মাসে সার্ভিসটি সবার জন্য উন্মুক্ত করে দেবার পর এই ৫ মাসে ৩ লক্ষের বেশি মানুষ ৪০ লক্ষের বেশি বার সেবা নিয়েছে আমাদের ওয়েব((https://rx71.co) ) ও অ্যাপ (https://goo.gl/2w9glc) থেকে।

Share This:

*

*