ব্রাদার ব্র্যান্ডের নতুন প্রিন্টার

গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এল বিশ্বখ্যাত জাপানী ব্র্যান্ড ব্রাদারের এইচএল-এল৫২০০ডিডব্লিউ প্রিন্টার ।  ৮০০০ পেইজ ইন বক্স টোনার ও ৫১২ র‌্যাম সমৃদ্ধ ব্রাদার প্রিন্টার এখন পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের যে কোন শাখায় এবং নির্ধারিত ডিলার হাউজ এ।এই প্রিন্টার এ রয়েছে অটো ডুপ্লেক্স, ইথারনেট ও ওয়ারলেস নেটওয়ার্ক। সর্বোচ্চ ১২০০০ পেইজ সমৃদ্ধ টোনারের মূল্য মাত্র ১০,৫০০টাকা যা কিনা বাজারের অন্যান্য প্রিন্টারের তুলনায় অধিক সাশ্রয়ী। ৮০০ মেগা প্রসেসরের এই প্রিন্টারটি প্রতিমিনিটে সর্বোচ্চ চল্লিশটি পর্যন্ত পেইজ প্রিন্ট করতে পারে।এছাড়াও লিগাল সাইজের এই প্রিন্টারটি ২০০গ্রাম পেপার প্রিন্ট করতে পারে।২৫০সিট পেপার ট্রে এর সাথে আরো দুইটি অপসনাল পেপারট্রে ( ২৫০পেইজ + ৫২০পেইজ = ৭৪০পেইজ) ব্যবহার করা যাবে।বিস্তারিত: ০১৯১৫৪৭৬৩৩০।

Share This:

*

*