ব্যাটল অব ৭১ এর আনুষ্ঠানিক উদ্বোধন

গতকাল বেসিস মিলনায়তনে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত বাংলাদেশের প্রথম কম্পিউার গেইম  ব্যাটল অব ৭১। দেশীয় পটভুমির আর্ন্তজাতিক মানের এই গেইমটি তৈরি করেছে সফটওয়্যার ও গেইমস নির্মাতা প্রতিষ্ঠান ওয়াসিইউ টেকনোলজি লিমিটেড। গেইমটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি মোস্তফা জব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়্যারমান সবুর খান, ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ ও সিটিও ফোরামের সভাপতি তপন ক্নান্তি সরকার। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফট্ওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান তৌহিদুল ইসলাম ভুইয়া এই গেইমটির মডারেটর হিসেবে কাজ করেন এবং তিনিই উদ্বোধনী  অনুষ্ঠানে গেইমটির বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে জানানো হয় গেমটির প্রথমে ডেস্কটপ ভার্সন পাওয়া গেলেও অতি স্বত্বর এর মোবাইল ভার্সনও বাজারজাত করা হবে এবং গেইমটি সম্পুর্ণ লাইসেন্স প্ল্যাটফর্মের উপরেই তৈরি। মোস্তফা জব্বার বলেন, গেইম একটি বৃহৎ ক্ষেত্র। এই সেক্টরে কাজ করে অনেক দেশই উন্নতির শিখরে আহরণ করছে। আমরাও যদি আমাদের তরুন প্রজন্মকে এই শিল্পে যথাযথ পৃষ্ঠপোষকতা প্রদান করতে পারি তাহলে গেমিং সেক্টরে ডিজিটাল বাংলাদেশের ভবিষৎ আরো উজ্বল হবে। তিনি ব্যাটল অব ৭১ তৈরির পেছনের কারিগরদের শুভেচ্ছা জানান। গেইমটির ডেস্কটপ ভার্সনের দাম ৩০০ টাকা।

Share This:

*

*