বৈশাখে নিশ্চিত উপহার

বাংলা নতুন বছরের প্রথম মাস বৈশাখে এমএসআই মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ডের সঙ্গে নিশ্চিত উপহার দিচ্ছে প্রযুক্তিপণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই অফারে স্মার্টফোন, এলসিডি টিভি, মগ, টি শার্ট ইত্যাদি উপহারের মধ্যে স্ক্যাচ কার্ড ঘঁষে যে কোনো একটি শুভেচ্ছা উপহার হিসেবে পাবেন ক্রেতারা। এমএসআই ষষ্ঠ ও ৭ম এবং এএমডি ও ভিজিএ কার্ড সম্বন্বিত ৯০০ ও ১০০০ সিরিজের মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ডের সঙ্গে এই উপহার মিলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই প্রযুক্তি পণ্য-সেবা পরিবেশক প্রতিষ্ঠানটি।

Share This:

*

*