বেসিস সফটএক্সপোতে দেশীয় অ্যান্টিভাইরাস ‘রিভ’

বেসিস সফটএক্সপোতে বাংলাদেশের নিজস্ব সিকিউরটি ব্র্যান্ড ‘রিভ অ্যান্টিভাইরাস’ প্রদর্শন করছে বাংলাদেশি বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান রিভ সিস্টেমস। গত বছর জুলাইতে বাজারে আসা রিভ অ্যান্টিভাইরাস এর অনন্য কিছু বৈশিষ্ট্যের কারণে ইতোমধ্যেই দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। রিভ অ্যান্টি ভাইরাসের সিইও সঞ্জিত চ্যাটার্জী বলেন,  বাংলাদেশের যে কোনো বড় প্রযুক্তি মেলায় আমরা নিয়মিত অংশগ্রহণ করে আসছি এবং প্রতিবারই মেলায় আমরা দর্শনার্থীদের দারুণ আগ্রহ লক্ষ্য করছি। শুধু মাত্র বাংলাদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের তৈরি বলেই নয়, অনন্য সব বৈশিষ্ট্য এবং দারুণ পারফর্মেন্সের কারণেই মানুষ তাদের ডিজিটাল ডিভাইসের নিরাপত্তায় রিভ অ্যান্টিভাইরাস বেছেনিচ্ছে। অন্যান্য কিছু অ্যান্টি ভাইরাসের নজরদারি কার্যক্রমে কেবল নির্দিষ্ট ওয়েবসাইট ব্লক করা গেলেও একমাত্র রিভ অ্যান্টি ভাইরাসের অ্যাডভান্সড প্যারেন্টাল কন্ট্রোলেক্যাটাগরি ও টাইমবেসড ব্লকিংয়ের পাশাপাশি রয়েছে সার্ভেইলেন্সের সুযোগ।এতে অন্যান্য ডিভাইসে কী করা হচ্ছে তা লাইভ নোটিফিকেশনের মাধ্যমে জানার পাশাপাশি চাইলে নিয়ন্ত্রণ করা যাবে ফ্রি মোবাইল অ্যাপ থেকেই।ভাইরাস শনাক্ত ও অপসারণে সর্বাধিক উপযোগী রিভ অ্যান্টি ভাইরাস টার্বো স্ক্যানিং প্রযুক্তি সমৃদ্ধ বলে পিসি ‘স্লো’ না করেই নিশ্চিত করে সার্বক্ষণিক পরিপূর্ণ নিরাপত্তা।

রিভ অ্যান্টি ভাইরাসের ফ্রি ট্রায়াল ডাউনলোড করা যাচ্ছে https://www.reveantivirus.com/bd/download ঠিকানাথেকে।

 

Share This:

*

*