বেসিসের নুতন প্রেসিডেন্ট আলমাস কবীর, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা

দেশের সফটওয়্যার খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেসের (বেসিস) ২০১৮-১৯ মেয়াদে নির্বাচনে ‘টিম হরাইজন’ প্যানেল বিজয়ী হয়েছে। উল্লেখ্য এই প্যানেল থেকেই বিজয়ী হয়েছেন ৬ জন। দলনেতা মেট্রোনেটের প্রধান নির্বাহী সৈয়দ আলমাস কবীর সর্বোচ্চ ১৯৮ ভোট পেয়েছেন।

তবে পদবন্টন আগমীকাল হওয়ার কথা থাকলেও শনিবার রাতেই তা সম্পন্ন হয়েছে। মুলত নিজেদের কাজগুলো ভালোভাবে গুছিয়ে নিতেই অগ্রীম এ পদবন্টন।  নতুন কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিচ্ছেন সৈয়দ আলমাস কবীর। এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান, ভাইস প্রেসিডেন্ট মুশফিকুর রহমান ও শোয়েব আহমেদ এবং অন্য বিজয়ীরা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এবারের নির্বাচনে হয়েছিল তিনটি প্যানেল ও স্বতন্ত্রভাবে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বেসিস অফিসে  শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেন ৫৪২ জন সদস্য। এর মধ্যে সাধারণ ক্যাটাগরিতে ৩৯৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সঠিকভাবে ভোট না দেওয়ায় ১৩টি ভোট বাতিল করা হয়। আর সহযোগী ক্যাটাগরিতে ১৪৫ জন ভোট দেন। এক্ষেত্রেও চারটি ভোট বাতিল হয়।

নবনির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবীর আইসিটি খাতের উন্নয়নে সবাইকে নিয়েই একসাথে কাজ করতে চান। ২ এপ্রিল আনুষ্ঠানিক পদবণ্টনের নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব নেবে।

Share This:

*

*