মানবতার উন্নয়নে প্রযুক্তির সম্ভাবনাকে সম্পূর্ণভাবে ত্বরাণি^ত করা ও এর ব্যবহার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দেশের প্রযুক্তিখাতে আধুনিক সব প্রযুক্তি নিয়ে আত্মপ্রকাশ করল বেইজ টেকনোলজিস। গতকাল রাজধানীর সিক্স সিজন’স হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন ওয়েবসাইট উন্মোচন করে বেইজ টেকনোলজিস। দেশের প্রযুক্তিখাতকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠানে দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরে বেইজ টেকনোলজিসের উর্ধ্বতন কর্মকর্তারা। প্রযুক্তির উপযুক্ত ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার জন্য প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি বলেন বেইজ টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জুবাইর আহমেদ। তিনি আরো বলেন পরামর্শ, প্রকৌশল, নকশা, নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের প্রতি আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের অভিজ্ঞতা এবং দক্ষ ও প্রশিক্ষিত জনবল নিয়ে আমরা ছোট-বড় প্রতিষ্ঠানগুলোর জন্য বিভিন্ন প্রযুক্তিগত সেবা দিতে আমরা প্রস্তুত। দূরদর্শিতা, কঠোর পরিশ্রম এবং নতুন কিছু উদ্ভাবন দিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে দেশের সম্ভাবনাময় প্রযুক্তি খাতে আমরা সফলতার সঙ্গে এগিয়ে যেতে চাই। অনুষ্ঠানে বেইজ টেকনোলজিসের নতুন ওয়েবসাইট উন্মোচন করা হয়।
বেইজ টেকনোলজিসের নবযাত্রা
