ঢাকার বঙ্গবন্ধু আর্ন্তাজাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৬। তিনদিন ব্যাপী এ মেলার বিস্তারিত জানাতে আজ প্যান প্যাসিফিক সোনারগাওঁ হোটেলে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণফোন কমিউনিকেশনস বিভাগের ডেপুটি ডিরেক্টর সৈয়দ তালাত কামাল, এলিট টেকনোলজিস লিমিটেডের মার্কেটিং ম্যানেজার এম রাশেদ মাহমুদ অভি, হুয়ারের মার্কেটিং ম্যানেজার বার্নাড ওয়াং, স্যামস্যাং ইলেকট্রনিক্সের বিটিএল অ্যান্ড ডিজিটাল (মোবাইল) বিভাগের ম্যানেজার মাহজাবিন ফৈরদৌস ও সিম্পনি মোবাইলের অ্যাসিটেন্ট জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম। সবাইকে ইন্টারনেটের আওতায় আনতে হলে প্রয়োজন ডিভাইসের। গ্রামীণফোন প্রতিনিয়তই এসব প্রযুক্তি মেলার সাথে যোগ হয়ে সবার জন্য ইন্টারনেট ও এর জন্য প্রয়োজনীয় ডিভাইসের ব্যবস্থায় অগ্রনী ভুমিকা পালন করে বলেন তালাত কামাল। সংবাদ সম্মেলনে জানানো হয় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে এবারের মেলায়। আর নিত্য নতুন প্রযুক্তির সর্বশেষ সংস্করন যাচাই করে কেনার সুযোগতো থাকছেই। মেলার উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিসিয়াল ফেইসবুক পেইজে https://www.facebook.com/STExpo) এসটিই কুইজ কনটেস্ট ২০১৬ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই কুইজ কনটেস্টের বিজয়ীরা উপহার হিসেবে পাবেন স্মার্টফোন। মেলার সহযোগী হিসেবে রয়েছে এডুমেকার, এলিট ফোর্স, পিপলস রেডিও এবং টেকশহর ডট কম। মেলা চলবে সকাল ৮টা থেকে রাত ১০ টা।