বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং এফ এফ ট্রেড কমিউনিকেশনের সঙ্গে ‘বিসিএস সদস্য নির্দেশিকা ২০১৭’ প্রকাশনার একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিসিএস এর মহাসচিব ইঞ্জিনিয়ার সুব্রত সরকার এবং এফ এফ ট্রেড কমিউনিকেশনের স্বত্তাধিকারী মো. আজম হোসাইন এই চুক্তিতে স্বাক্ষর করেন। গতকাল বাংলাদেশ কম্পিউটার সমিতির কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
সমঝোতা চুক্তি অনুসারে, এফ এফ ট্রেড কমিউনিকেশন বিসিএস সদস্যদের হালনাগাদ তথ্য সম্বলিত উক্ত নির্দেশিকার ১ হাজার ৫০০ কপি ৩১ জানুয়ারি ২০১৭ তারিখের মধ্যে প্রস্তুত করে বিসিএসকে হস্তান্তর করবে। নির্দেশিকা প্রস্তুতের সম্পূর্ণ খরচ বহনসহ বিজ্ঞাপন সংগ্রহ নিজ দায়িত্বে সম্পন্ন করবে প্রতিষ্ঠানটি। অন্যদিকে সদস্যদের হালনাগাদ তথ্য সরবরাহ এবং চূড়ান্ত অনুমোদন দেবে বিসিএস।