বিসিএস কম্পিউটার মেলায় সেরা প্রদর্শনীর বিজয়ী আসুস জেনবুক

শেষ হয়েছে সিটি আইটি কম্পিউটার মেলা ২০১৭। উক্ত মেলার শেষদিনে অংশগ্রহনকারী প্রতিষ্ঠান ও ব্র্যান্ডগুলোকে বিভিন্ন বিভাগে পুরষ্কৃত করে মেলা আয়োজক কমিটি। যার মধ্যে আসুস জেনবুক অর্জন করে নেয় “সেরা প্রদর্শনীর” পুরষ্কার। গ্লোবালব্র্যান্ড প্রা: লিঃ এর ব্র্যান্ড কমিউনিকেশনের প্রধান জনাব সেলিম আহমেদ বাদল বলেন, “বিশ্বজুড়ে আসুস জেনবুক সর্বজন স্বীকৃত সবচেয়ে মর্যাদাপূর্ণ নোটবুক। পণ্যের প্রাপ্ত সন্মানে আমরা গর্বিত। এবারের মেলায় আসুস জেনবুক শুধু প্রদর্শনীর দিক দিয়ে নয়, মর্যাদাপূর্ণ নোটবুক বিক্রির দিক দিয়েও প্রথম স্থান দখল করে। আসুস জেনবুক-কে সেরা প্রদর্শনীর স্বীকৃতি দেওয়ার জন্য সিটি আইটি ২০১৭ এর মেলা আযোজন কমিটিকে গ্লোবালব্র্যান্ড প্রাঃ লিঃ ও আসুস বাংলাদেশের পক্ষ থেকে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।

Share This:

*

*