বিশ্ব তথ্যপ্রযুক্তি নেতৃবৃন্দের সাথে আইসিটি প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা ও চুক্তি স্বাক্ষর

গতকাল আগারগাঁওস্থ আইসিটি ডিভিশনের সম্মেলন কক্ষে বিশ্ব তথ্যপ্রযুক্তি নেতৃবৃন্দের সাথে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মূলত ২০২১ সালে তথ্যপ্রযুক্তির ২৫তম বিশ্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি (ডব্লিউসিআইটি)’ বাংলাদেশে আয়োজন এবং ‘ডিজিটাল বাংলাদেশে’র বিভিন্ন কর্মসূচি প্রয়োগের মাধ্যমে আইসিটি খাতের উন্নয়নের বিষয়াদি নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। উল্লেখ্য, সদ্যসমাপ্ত মায়ানমারের ইয়াঙ্গুনে অনুষ্ঠিত অ্যাসোসিও আইসিটি সামিট ২০১৬তে বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনার প্রেক্ষিতে প্রতিমন্ত্রী এবং বিসিএস সভাপতি’র উদ্যোগে এই সভা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- আইসিটি ডিভিশনের সচিব শ্যাম সুন্দর শিকদার, অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ, দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্স (উইটসা)’র প্রেসিডেন্ট ইভোনে চিউ (Yvonne Chiu), এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অরগানাইজেশন (অ্যাসোসিও)’র চেয়ারম্যান বুনরাক সারাগানান্দা (Bunrak Saragganda), অ্যাসোসিও’র নবনির্বাচিত চেয়ারম্যান ডেভিড ওয়াং ((David Wong), উইটসা’র পরিচালক মো. সবুর খান, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর সভাপতি ও অ্যাসোসিও’র নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আলী আশফাক, বেসিস সভাপতি মোস্তাফা জব্বার, অ্যাসোসিও’র প্রাক্তন চেয়ারম্যান আব্দুল্লাহ্ এইচ কাফি, বিসিএস মহাসচিব ইঞ্জিনিয়ার সুব্রত সরকার ও পরিচালক শাহিদ-উল-মুনীরসহ সরকারি ও বেসরকারী পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞ্যাপন করি উইটসা’র প্রেসিডেন্ট এবং অ্যাসোসিও’র চেয়ারম্যানকে। তথ্য প্রযুক্তির বিশ্ব সম্মেলন ‘ডব্লিউসিআইটি ২০২১ ঢাকা’ সফল করতে উইটসা’য় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি’র সাথে আমরা যৌথভাবে কাজ করবো। এছাড়া বাংলাদেশের তথ্যপ্রযুক্তি সংক্রান্ত অন্যান্য সংগঠনও একাজে সহযোগিতা করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ নির্দেশনায় বাংলাদেশের তথ্য প্রযুক্তি এখন অন্যান্য দেশের জন্য মডেল স্বরূপ”।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন আইসিটি ডিভিশনের সচিব শ্যাম সুন্দর শিকদার। উইটসা সভাপতি ইভোনে চিউ বলেন, “ডিজিটাল বাংলাদেশ আমাদের জন্য একটি রোল মডেল। যুব সমাজকে দিয়ে তথ্যপ্রযুক্তির উন্নয়নে যে পদক্ষেপ নেয়া হয়েছে, তা প্রশংসনীয়। বাংলাদেশ থেকেই শিখতে হবে কিভাবে তথ্যপ্রযুক্তিতে দ্রুত অগ্রসর হওয়া যায়। উইটসা’র প্রেসিডেন্ট হিসেবে আমি বাংলাদেশের আইসিটি সেক্টরের অগ্রসরে আনন্দিত”।

অ্যাসোসিও’র চেয়ারম্যান বুনরাক সারাগানান্দা, নবনির্বাচিত চেয়ারম্যান ডেভিড ওয়াং ও প্রাক্তন চেয়ারম্যান আব্দুল্লাহ্ এইচ কাফি এবং উইটসা’র পরিচালক মো. সবুর খান প্রত্যেকেই স্ব-স্ব অবস্থান থেকে ‘ডব্লিউসিআইটি ২০২১ ঢাকা’র সফল আয়োজনে প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বেসিস সভাপতি মোস্তাফা জব্বার বলেন- “২০২১ সালে বিশ্ব আইটি সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে, এটি আমাদের সকলের জন্য আনন্দ ও গর্বের বিষয়। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহদেম পলক এমপি এবং বিসিএস সভাপতি আলী আশফাককে এই উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ‘ডব্লিউসিআইটি ২০২১ ঢাকা’ সফল করতে বেসিসের তরফ থেকে সব ধরণের সহযোগিতা প্রদান করা হবে”।

বিসিএস সভাপতি আলী আশফাক বলেন, “স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উইটসার এই বিশ্ব সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে দেশি ও বিদেশি বিভিন্ন সংগঠনের আন্তরিক সহযোগিতা কামনা করি। বিশ্বের ৮০টি দেশের মধ্যে বাংলাদেশ থেকে উইটসার একমাত্র সদস্য হিসেবে ডব্লিউসিআইটিকে আকর্ষণীয় করতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব। ২০২১ সালের সম্মেলন সফল করতে আমরা ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করে দিয়েছি। ডব্লিউসিআইটি ২০২১ অনুষ্ঠানের প্রাক্কালে আমরা ২০১৯ সালে আঞ্চলিক সম্মেলন অ্যাসোসিও আইসিটি সামিট বাংলাদেশে আয়োজন করবো। এই আয়োজন সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে ডব্লিউসিআইটি২০২১ এর প্রস্তুতি একধাপ অগ্রসর হবে। মূলত এই বিশ্ব সম্মেলনকে সামনে রেখে ৫ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা এবং ২ মিলিয়ন আইসিটি দক্ষ জনশক্তি‍’র লক্ষার্জনে আমাদের আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাব এবং সফলতার ব্যাপারেও আমরা আশাবাদী।”

তথ্য প্রযুক্তির বৃহৎ সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি (ডব্লিউসিআইটি) ২০২১ সালে বাংলাদেশে ২৫তম সম্মেলন করার উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার সমিতিকে সঙ্গে নিয়ে তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ বিভাগ এবং দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্স (উইটসা)এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ এবং উইটসার প্রেসিডেন্ট ইভোনে চিউ (Yvonne Chiu) স্বাক্ষর করেন।

সমঝোতা চুক্তি অনুসারে, আয়োজক দেশ হিসেবে রাজধানী ঢাকাতে সফল সম্মেলন করতে আইসিটি ডিভিশন সকল ধরণের সহযোগিতা প্রদান করবে উইটসাকে । সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ, আইটি নির্ভর হিউম্যান রিসোর্চ ডেভেলপমেন্ট গড়ে তুলতে এবং ই-কমার্সকে সহজতর করতেও কাজ করবে উইটসা। এছাড়া  উইটসা আন্তর্জাতিকভাবে সম্মেলনকে সফল করতে প্রচারণাসহ ব্যবসা সম্প্রসারন ও যোগাযোগ স্থাপন করতে প্রত্যক্ষ সহযোগিতা দিবে।

Share This:

*

*