জার্মানির সিকিউরিটি পন্যে সিপি প্লাস এর বাংলাদেশের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। গতকাল সিপি প্লাসের নতুন কিছু পণ্যের দেশীয় বাজারে উন্মোচন উপলক্ষে রাজধানীর ধানমন্ডির এক হোটেলে আয়োজন করা হয় এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের। অনুষ্ঠানে জানানো হয় সিপি প্লাস সুনামের সাথেই সেনাবাহিনী, সরকারী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ, যানবাহন, হোটেল, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানএবংবাসস্থানে নিরাপত্তা সেবা প্রদান করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ডের চেয়্যারমান আব্দুল ফাত্তাহ, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার ও পরিচালক জসিম উদ্দিন খন্দকার । অনুষ্ঠানে সিপিপ্লাস পণ্যের বিস্তারিত তুলে ধরেন সিপি-প্লাস এর মার্কেটিং ম্যানেজার অকশয় আরোরা ও গ্লোবাল ব্রান্ডের সিপি-প্লাস পণ্যের প্রোডাক্ট ম্যানেজার আবু সালেহ মুহাম্মদ জুবায়ের। আব্দুল ফাত্তাহ তার বক্তেব্যে বলেন সিপি প্লাসের মুল লক্ষই হচ্ছে, উন্নত আর এন্ড ডি’র মাধ্যমে ভোক্তাদের সর্বাধুনিক প্রযুক্তিগুলোকে সর্বোৎকৃষ্ট দামের মধ্যে পৌছেঁ দেয়া। তিনি আরো বলেন, আজ আমাদের সব ক্ষেত্রেই নিরাপত্তা জরুরী হয়ে দাঁড়িয়েছে । সিপি-প্লাস তাদের পণ্যের মাধ্যমে সেই নিরাপত্তা সেবা দিতে সক্ষম হবে বলে আশা করছি। তাদের পণ্যের গুণগতমান অত্যন্ত ভালো। তিনি গ্লোবাল ব্রান্ডের পন্যে নির্বাচনের ব্যাপারেও বিস্তারিত তুলে ধরেন।