বিশ্বের প্রথম ফোরকে ইউএইচডি গেমিং সমর্থিত ল্যাপটপ বাংলাদেশের বাজারে

আসুস দেশের বাজারে নিয়ে এলো ১৮ দশমিক ৪ ইঞ্চির  বিশ্বের প্রথম ফোরকে ইউএইচডি গেমিং সমর্থিত এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী গেমিং ল্যাপটপ আরওজি জিএক্স ৮০০। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীতে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, পরিচালক জসিম উদ্দিন খন্দকার, আসুস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আল ফুয়াদ। সংবাদ সম্মেলনে ল্যাপটির বিস্তারিত তুলে ধরা হয়। জানানো হয় সর্বোচ্চ কনফিগারেশনের জন্য গেমিং ল্যাপটপটি বিশ্ববাজারে চাহিদার শীর্ষে। ল্যাপটপটির কনফিগারেশন বিশেষত্বে রয়েছে ম্যাকানিকাল কি-বোর্ড, ১৬ গিগাবাইট এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১০৮০ (এস এল আই) গ্রাফিক্স, লিকুইড হাইড্রো কুলিং সিস্টেম, সপ্তম প্রজন্মের কোর আই-৭ প্রসেসর আর ৬৪ গিগাবাইট ডিডিআর ৪ র‌্যাম । রয়েছে ১ দশমিক ৫ টেরাবাইট এসএসডি স্টোরেজ।

বিশ্বের ৪৩ শতাংশ গেমিং ল্যাপটপের বাজার আসুসের দখলে। পাশাপাশি অন্যান্য ব্র্যান্ডগুলোও এই গেমিং সেক্টরে অনেকটাই এগিয়ে যাচ্ছে। তবে নিত্য নতুন প্রযুক্তির সম্বনয় ঘটিয়ে  গেমিং ট্রেন্ড এ আসুস ই এগিয়ে থাকবে বলেন আব্দুল ফাত্তাহ।

ল্যাপটপটির দাম ৬ লাখ ৩০ হাজার টাকা।

Share This:

*

*