বিপ্রপার্টি ডট কমের জরিপ

অনলাইন ই-কমার্স রিয়েল এস্টেট এজেন্সি বিপ্রপার্টি ডট কমের পরিচালিত এক জরিপে দেখা যায়, ঢাকার সকল আবাসিক ও অনাবাসিক ফ্ল্যাটের মধ্যে ১৪ শতাংশ ফ্ল্যাট বর্তমানে খালি আছে, যার মধ্যে ১০% ফ্ল্যাট ভাড়া হবে, আর ৪% ফ্ল্যাট বিক্রি হবে। রাজধানী ঢাকার বনানী, গুলশান ১ ও বাড্ডায় সর্বোচ্চ ২৩% বাসায় ফ্ল্যাট ভাড়া হবে। রামপুরাতে সবচেয়ে কম ৮.৬% বাসা ভাড়ার জন্য খালি আছে। অন্যদিকে বসুন্ধরা আবাসিক এলাকায় সর্বোচ্চ ৬% বাসা/ফ্ল্যাট বিক্রির জন্য খালি আছে। এর পরপরেই আছে বাড্ডা, মালিবাগ ও শান্তিনগর(৫%) । আর রামপুরায় খালি আছে মাত্র ০.৪% বাসা।

গুলশান ২-এ ২ বেডরুমের বাসাভাড়া গত ১বছরে ৫৭০০০ থেকে বেড়ে বর্তমানে ৬৫০০০ এ এসে দাড়িয়েছে, যা কিনা এ বছরের গড়ানুপাতিক হারে সর্বোচ্চ বৃিদ্ধ (১৪%)। অপরদিকে নিকেতনে ৩ বেডরুমের বাসাভাড়া ৩২০০০ থেকে বেড়ে হয়েছে মাত্র ৩২৫০০ টাকা, যা গড়ানুপাতিক সর্বনি¤œ বৃিদ্ধ (১.৫৬%)।
জুন ২০১৭ তে ঢাকায় ২ বেডরুমের গড় বাসা ভাড়া ১৭৫০০ টাকা এবং ৩ বেডরুমের গড় বাসাভাড়া ৪০০০০ টাকা। ১ বছরে ঢাকায় ২ বেডরুমের বাসাভাড়া বেড়েছে ১০০০ টাকা, আর ৩ বেডরুমের বাসাভাড়া বেড়েছে ১৫০০ টাকা। ঢাকায় ফ্ল্যাট ক্রয় বিক্রয়ে প্রতি বর্গফুট দাম কমেছে অধিকাংশ এলাকায়।  এ বছর প্রতি বর্গফুট জায়গার মূল্য ৭০০০ টাকা, যা গতবছর ছিলো ৯০০০টাকা। ফ্ল্যাট কেনার ক্ষেত্রে মূল্য শতকরা ২৮.৫৭% হারে হ্রাস পেয়েছে। ফ্ল্যাটের দাম প্রতি বর্গফুট হিসেবে সর্বোচ্চ গুলশান ২-এ ১৬০০০ টাকা এবং সর্বনিন্ম ৪০০০ টাকা মিরপুরের শেওড়াপাড়া ও কাজীপাড়ায়। বাসা বা কমার্শিয়াল স্পেস ভাড়া নেয়ার ক্ষেত্রে রিয়েল এস্টেট এজেন্সির সাহায্য নেয়ার হার জুন মাসে মে মাসের তুলনায় ২৬% বেড়েছে। আবার, ফ্ল্যাট কেনা/বিক্রির ক্ষেত্রে রিয়েল এস্টেট এজেন্সির সাহায্য নেয়ার হার জুন মাসে মে মাসের তুলনায় ৩৩% বেড়েছে।

Share This:

*

*