দক্ষ আইটি প্রফেশনাল হতে আধুনিক মানের প্রশিক্ষণ কেন্দ্রের বিকল্প নেই। বাংলাদেশে পেশাদারি আইটি প্রশিক্ষন কেন্দ্রের কোর্স মডিউল ও বিশ্বমানের মার্কেটপ্লেসে কাজের উপযোগী প্রশিক্ষণের কারণে এরই মধ্যে ইউওয়াইএস ল্যাব জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা পেয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর মহাখালিতে অবস্থিত ইউওয়াইএস ল্যাবের নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। সংবাদ সম্মেলনের মুল উদ্দেশ্যই ছিলো পেশাদার আইটি প্রফেশনাল তৈরিতে প্রতিষ্ঠানটির নানান দিক তুলে ধরা। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন ফারহানা এ রহমান। তিনি প্রতিষ্ঠানের কার্যক্রম সংক্রান্ত মূল বক্তব্য পেশ করেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও আলিয়া হামিদ ও শাহাদাত হোসইন। বাংলাদেশের আইটি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মধ্যে একটি বিষয় লক্ষ্য করা গেছে, তা হলো গতানুগতিক আইটি কোর্স ও মডিউল দিয়ে প্রশিক্ষণ দেয়া। কিন্তু বর্তমান অবস্থার প্রেক্ষিতে দেখা গেছে একই ধারাবাহিকতার আইটি বেসিক জ্ঞানের চাইতে কোনো বিশেষ আইটি বিষয়ের উপর বাস্তব কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা ক্যারিয়ারের উত্তরোত্তর সাফল্য নিশ্চিত করে।অনেক প্রাতিষ্ঠানিক জটিল সিদ্ধান্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে মেধার পাশাপাশি অ্যাডভান্সড আইটি জ্ঞান থাকা জরুরী।এমন অবস্থার প্রেক্ষিতে ইউওয়াইএস ল্যাব অ্যাডভান্সড আইটি কোর্সের উপর বরাবর জোর দিয়ে আসছে, যেখানে প্রশাসনিক উচ্চপদে নিয়োজিত কর্মীদের আইটি দক্ষতা নিশ্চিত করার পাশাপাশি আইটি শিল্পোন্নয়নে অবদান রাখতে পারেন তা নিশ্চিত করা হয় বলেন ফারহানা এ রহমান। তিনি আরো বলেন, ইউওয়াইএস ল্যাব ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আইটি প্রশিক্ষণের উপর বরাবর জোর দিয়ে এসেছে এবং আইটি কোর্সের উপর গৎবাঁধা প্রশিক্ষণের পরিবর্তে ইন্ডাস্ট্রির প্রয়োজনের অ্যাডভান্সড আইট প্রশিক্ষণে জোর দিয়েছে। বিশ্বমানের প্রশিক্ষণ কেন্দ্রের আদলে তৈরি ইউওয়াইএস ল্যাবে আছে ৪৫০০ স্কয়ার ফিটের সুপরিসর জায়গা, ৩টি কম্পিউটার ল্যাবে একসঙ্গে ১০০ জন বসার সুব্যবস্থা, ৯০টি কম্পিউটার, ইন্টেরিওর করা সুপরিসর কম্পিউটার ল্যাব, সুবিশাল প্রোজেক্টর সেট, গ্লাস বোর্ড ও সার্বক্ষণিক ওয়াইফাই সুবিধা। ইন্ডাস্ট্রি এক্সপার্টদের তত্ত্বাবধানে আন্তর্জাতিক মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং কাজের অভিজ্ঞতা ও কাজের সুযোগ। এছাড়া কারিগরি ও সর্বস্তরের শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট প্রশিক্ষণের সুযোগ দেয়া হয়।পরিক্ষার মাধ্যমে যাচাই করে মেধাবী শিক্ষার্থীদের জন্য শতভাগ স্কলারশিপ দেয়া হচ্ছে। বর্তমান কোর্সগুলো হচ্ছে অ্যাডভান্সড গ্রাফিক ডিজাইন, প্রফেশনাল ওয়েব ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং। প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগ ০১৭৮৩৮৩৮৩৮২।