বিজয়ের মাসে ”এআইইউবি সাইবার গেমিং ফেস্ট ২০১৯”

ডিসেম্বরের ৫ তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ”এআইইউবি সাইবার গেমিং ফেস্ট ২০১৯”। প্রতি বছরের মতো এআইইউবি কম্পিউটার ক্লাব আই অনুষ্ঠানের আয়োজন করছে। গেমিং পার্টনার হিসেবে থাকছে গিগাবাইট।

৪ দিন ব্যাপী এই অনুষ্ঠানটি এআইইউবি ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে হতে যাচ্ছে। ইউনিভার্সিটি সহ সব স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এই গেমিং ফেস্টে অংশগ্রহণ করতে পারবে।

অনলাইন রেজিস্ট্রেশন সহ ক্যাম্পাসে বুথ রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে। রেজিস্ট্রেশন ফী রয়েছে প্রত্যেক গেমের জন্য। জনপ্রিয় টিম গেমের মধ্যে ডটা ২, সিএস:গো, পাবজি: স্কোয়াড আর সিঙ্গেল গেমের মধ্যে ফিফা ২০, এনএফএস:মোস্ট ওয়ান্টেড,পাবজি:সোলো ইত্যাদি খেলানো হবে।  এছাড়াও ভি আর গেমস বিট সেবার খেলানো হবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২ ডিসেম্বর রাত ১০:০০ পর্যন্ত।

Share This:

*

*