বিজটেক বিটুবি কনফারেন্স শুরু ২১ মে

স্থানীয় বাজারে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি নির্ভর সেবার বাজার স¤প্রসারণে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে বেসিস আয়োজন করতে যাচ্ছে ‘বিজটেক বিটুবি কনফারেন্স’, যা দেশের প্রথম ভিন্নধর্মী বিজনেস সল্যুউশন প্রদর্শনী। যেখানে ব্যাংকিং ও ফিন্যান্স, শিক্ষা, স্বাস্থ্য ও তৈরি পোশাক খাতের উপর ইন্ডাস্ট্রি পেপার উপস্থাপন, আলাদা ৪টি গোলটেবিল বৈঠক, প্রদর্শনী এবং বিটুবি মিটিং অনুষ্ঠিত হবে। আগামী ২১ ও ২২ মে ২০১৬ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই বিজটেক বিটুবি কনফারেন্সটি অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বিস্তারিত জানাতে রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র্রে (বিআইসিসি) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।

বেসিস সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম ও এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা, তথ্যপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হারুন অর রশীদ ও বেসিসের সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ। আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বেসিসের মহাসচিব ও বিজটেক বিটুবি কনফারেন্সের আহŸায়ক উত্তম কুমার পাল।

এছাড়া বেসিস সভাপতির উপদেষ্ঠা আব্দুল্লাহ এইচ কাফি, বেসিসের সহ-সভাপতি এম রাশিদুল হাসান, যুগ্ম-মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, পরিচালক সানি মো. আশরাফ খান, সামিরা জুবেরী হিমিকা, আরিফুল হাসান অপুসহ অনুষ্ঠানের সহ-আয়োজক প্রতিষ্ঠান/সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অগ্রযাত্রায় আমরা ২০২১ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি খাত থেকে রফতানি আয় ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। আর এজন্য আমাদের দেশি কোম্পানির স্থানীয় বাজারসহ আন্তর্জাতিক বাজারে প্রচার, প্রসার প্রয়োজন। সেই লক্ষ্য নিয়ে বেসিসকে সঙ্গে নিয়ে আমরা বিজটেক বিটুবি কনফারেন্স আয়োজন করছি। আমরা প্রত্যাশা করি এর মাধ্যমে দেশের বড় খাতগুলো তাদের প্রয়োজনীয় সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা আমাদের দেশি কোম্পানিগুলোর কাছ থেকেই বেছে নেবে ও তাদের সচেতনতা বাড়বে। এগিয়ে যাবে দেশের তথ্যপ্রযুক্তি খাত, বাস্তবায়িত হবে ডিজিটাল বাংলাদেশ।

বেসিস সভাপতি শামীম আহসান বলেন, আমরা প্রতিবছর কয়েকশ’ মিলিয়ন ডলারের সফটওয়্যারসহ তথ্যপ্রযুক্তি সেবা আমদানি না করে স্থানীয় সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে শক্তিশালী আইসিটি ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি। স্থানীয় বাজার উন্নয়নে ইতিমধ্যেই বেসিসের পক্ষ থেকে পাবলিক প্রোকিউরমেন্ট পলিসি ও অ্যাক্টে বেশ কিছু পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে, যা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্ঠা, পরিকল্পনা মন্ত্রী, আইসিটি প্রতিমন্ত্রী সমর্থন করেছেন। তেমনই আরেকটা উদ্যোগ হলো বিজটেক বিটুবি কনফারেন্স। এর মাধ্যমে দেশের বিভিন্ন খাতের শীর্ষব্যক্তিরা স্থানীয় সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবার সক্ষমতা সম্পর্কে জানতে ও যাচাই-বাছাই করে দেখতে পারবেন।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে সরকারের বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে এবং আগামীতেও বেশ কিছু প্রকল্প আসছে। আর এসব প্রকল্প বাস্তবায়নে দেশি কোম্পানিগুলোকে দিয়েই আমরা কাজ করাতে চাই। এক্ষেত্রে বিজটেক বিটুবি কনফারেন্স বড় ভূমিকা রাখবে।

এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা বলেন, আমরা তথ্যপ্রযুক্তিতে আমাদের সক্ষমতা দেখাতে পেরেছি। তারই  স্বীকৃতি মিলছে ধারাবাহিকভাবে এটুআই প্রকল্পের বিভিন্ন উদ্যোগের আন্তর্জাতিক পুরস্কার লাভ। বিজটেক বিটুবি কনফারেন্স দেশের তথ্যপ্রযুক্তি সক্ষমতাকে আরও তুলে ধরবে।

বেসিসের মহাসচিব ও বিজটেক বিটুবি কনফারেন্সের আহবায়ক উত্তম কুমার পাল বলেন, বিজটেক বিটুবি কনফারেন্স একেবারেই ভিন্নধর্মী আয়োজন। যেখানে আলাদা আলাদা সময়ে আগে থেকেই নিবন্ধিতরা বিটুবি ম্যাচমেকিংয়ে মিলিত হবেন। সরকার, ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের নিয়ে থাকবে ইন্ডাস্ট্রি পেপার প্রেজেন্টেশন, সরকারসহ বিভিন্ন খাতের নীতিনির্ধারকদের অংশগ্রহণে গোলটেবিল বৈঠক, যাতে সফটওয়্যার খাতের বর্তমান অবস্থা, সক্ষমতা, অটোমেশনসহ নানা দিক তুলে ধরা ও আলোচনা করা হবে।

বিজটেক বিটুবি কনফারেন্স সম্পর্কে বিস্তারিত জানতে ও নিবন্ধন করতে http://biztech.basis.org.bd/ ঠিকানায় যেতে হবে।

Share This:

*

*