বাংলাদেশের লাইফস্টাইল ই-কমার্স প্ল্যাটফর্ম বাগডুম ডট কম এবং বিশ্বখ্যাত শেভিং পণ্য ও লাইটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিক-এর বাংলাদেশের পরিবেশক এম এন্ড ইউ ডিস্ট্রিবিউশন লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বিক প্যারিস স্টক এক্সচেঞ্জ এর তালিকাভুক্ত পারিবারিক মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। এই চুক্তির মাধ্যমে গ্রাহকরা বাগডুম-এ বিশাল মূল্যছাড়ে বিক-এর পণ্য কিনতে পারবেন।
সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, গুলশান এ অবস্থিত এম অ্যান্ড ইউ-এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর করা হয়। বাগডুম ডট কম-এর সিইও মিরাজুল হক এবং এম অ্যান্ড ইউ এর ম্যানেজিং ডিরেক্টর কাজী সাদিক বিন মাহমুদ এর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারাও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে বিক-এর পুরুষ এবং মহিলাদের ফোম এবং জেল শেভার এর পাশাপাশি লাইটার-ও বাগডুম ডট কম-এ পাওয়া যাবে। এই চুক্তির ফলে গ্রাহকরা বাগডুম ডট কমে বিক পণ্যে ১০ থেকে ১৫ শতাংশ মূল্য ছাড় উপভোগ করবেন।