প্রযুক্তি পণ্যে আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের আয়োজনে গাজীপুরের রাঙামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্টে ৮ ও ৯ তারিখ দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হল আসুসের মোটিভেশনাল বেইজ ক্যাম্পব্রিং ইট অন। সারাদেশ থেকে আসুসের পার্টনার, ডিলার ও সেলস রিপ্রেজেন্টিটিভরা এই ক্যাম্পে অংশ গ্রহন করেন। দুই দিন ব্যাপি এই আয়োজন জুড়ে ছিল সেলস ট্রেনিং, গেমিং প্রতিযোগিতা, সুইমিং রিফ্রেশমেন্ট, প্রোডাক্ট সেশন ও মিউজিক্যাল নাইট। এছাড়াও নলেজ এসেসমেন্ট বিজয়িদের পুরস্কৃত করা হয়। আসুসের ডিলারদের হাতে তুলে দেয়া হয় প্রোডাক্ট সার্টিফিকেট। অনুষ্ঠানটি পরিচালনা করে আসুস ও গ্লোবাল ব্র্যান্ড কর্তৃপক্ষ। প্রোগ্রামে গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ , জেনারেল ম্যানেজার সমীর কুমার দাস ও কামরুজ্জামান এবং আসুসেরর কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার আল ফুয়াদ বেইজ ক্যাম্পে উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।