অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় এবং গুলশানের সবচেয়ে জনপ্রিয় হোটেল লেকশোর হোটেল-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার লেকশোর হোটেল-এর একতা হলে আয়োজিত এক অনুষ্ঠানে বিক্রয় ডট কম এবং লেকশোর হোটেল-এর মধ্যে এই চুক্তি হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিক্রয় ডট কম-এর ক্যাটাগরি ম্যানেজমেন্ট-এর সিনিয়র ম্যানেজার এবং ডিপার্টমেন্ট হেড ইসা আবরার আহমেদ ও ক্যাটাগরি ম্যানেজমেন্ট-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইয়াসিন আরাফাত এবং লেকশোর হোটেল-এর এইচ আর ম্যানেজার নাফিজ চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার শরীফ মোল্লাহ ও ফ্রন্ট অফিসার ম্যানেজার শহীদ ইসলাম।
এই চুক্তির মাধ্যমে বিক্রয় ডট কম-এর গ্রাহকরা এখন থেকে লেকশোর হোটেল-এর চাকরির সকল বিজ্ঞপ্তি Bikroy.com/Jobs-এ পাবেন।
বিক্রয় ডট কম-এর ক্যাটাগরি ম্যানেজমেন্ট-এর সিনিয়র ম্যানেজার ইসা আবরার আহমেদ বলেন, চাকরির জগতে নতুন এবং পেশাদার প্রার্থীদের নতুন নতুন চাকরিতে আবেদনের সুযোগ করে দিতে আমরা এবার লেকশোর হোটেল-এর সাথে চুক্তিবদ্ধ হয়েছি। আমরা আশা করি এই চুক্তির মাধ্যমে নতুন চাকরিপ্রার্থীরা Bikroy.com/lakeshore-এ লেকশোর হোটেল-এর কাঙ্ক্ষিত চাকরিতে আবেদন করতে পারবেন।
লেকশোর হোটেল-এর ডেপুটি জেনারেল ম্যানেজার শরীফ মোল্লাহ বলেন, আমরা সত্যিই আনন্দিত যে, আমাদের চাকরির বিজ্ঞপ্তিগুলো এখন থেকে আমরা Bikroy.com/Jobs-এ প্রকাশ করতে পারবো। এতে করে যোগ্য প্রার্থীরা লেকশোর হোটেল-এ তাদের কাঙ্ক্ষিত চাকরিটি খুঁজে নেওয়ার সুযোগ পাবে। আশা করি এই চুক্তির মাধ্যমে আমরা চাকরি প্রার্থীদের জন্যBikroy.com/Jobs-এ আমাদের আতিথেয়তার শিল্পে চাকরি পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সুযোগ তৈরি করতে পারব।
এখন থেকে লেকশোর হোটেল-এর চাকরি সংক্রান্ত সব বিজ্ঞপ্তি Bikroy.com/lakeshore-এ পাওয়া যাবে।