মার্কেটপ্লেস বিক্রয় এবং অরিয়েন্টাল রিয়েল এস্টেট লিমিটেড-এর মধ্যে সম্প্রতি এক বছরের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে, গ্রাহকরা এখন অরিয়েন্টাল রিয়েল এস্টেট লিমিটেডের সকল প্রপার্টি সম্পর্কে বিক্রয় ডট কমের মাধ্যমে ঘরে বসেই খোঁজখবর করতে পারবেন এবং তা ক্রয় করতে পারবেন। ঢাকার বিক্রয়-এর কার্যালয়ে বিক্রয় ও অরিয়েন্টাল রিয়েল এস্টেট লিমিটেড-এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বিক্রয়-এর ক্যাটাগরি ম্যানজেমন্টেরে সনিয়ির ম্যানজোর, ইসা আবরার আহমদে এবং অরিয়েন্টাল গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট হেড রেদওয়ান সিদ্দিক খান এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এতে আরও উপস্থিত ছিলেন বিক্রয়-এর প্রপার্টি ক্যাটাগরির অ্যাসিস্টেন্ট ম্যানেজার ইমদাদুল হক মোবিন, অরিয়েন্টাল গ্রুপের মার্কেটিং এন্ড সেল্স এজিএম সানা উল্লাহ সানি এবং ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ সুরাইয়া খানম।