দ্বিতীয় দফার ভোটে বিআইজেএফ এর সভাপতি নির্বাচিত হয়েছেন নাজনীন নাহার বেগম। প্রথম দফার ভোটে দুই সভাপতি সমান ভোট পাওয়ায় দ্বিতীয়বার আবারো সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোটারের উপস্থিতি ছিলো।
রাজধানীর কারওয়ান বাজারের সফটওয়্যার টেকনোলজি পার্কে গত শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ৫৪ ভোটারের মধ্যে ৫৩টি ভোট পড়ে। ২টি ভোট বাতিল হয়। বৈধ ৫১ ভোটের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমকাল এর সিনিয়র সাব এডিটর ও আইসিটি পাতার বিভাগীয় প্রধান হাসান জাকির ২২ ভোট পান। বিপরীতে মাসিক টেক ওয়ার্ল্ড সম্পাদক নাজনীন নাহার ২৯ ভোট পেয়ে বিজয়ী হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন- অ্যাসোসিও এর সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফি। সদস্য হিসেবে ছিলেন দৈনিক প্রথম আলো’র হেড অব নিউ ইনিসিয়েটিভ পল্লব মোহাইমেন ও ইংরেজি দৈনিক ডেইলি ম্যাসেঞ্জার এর কন্সাল্টিং এডিটর এ আর এম মাহমুদ হোসেন এবং আপিল বোর্ডের সদস্য ছিলেন দৈনিক সারাবাংলা এর নিউজ এডিটর সুমন ইসলাম ও ডক্টরস বিডি ডটকম সম্পাদক আরিফুল হাসান অপু।
ভোট গণনা শেষে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার বিআইজেএফ-এর ২০২২-২৪ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন। চূড়ান্ত ফল ঘোষণা অনুযায়ী, মাসিক টেক ওয়ার্ল্ডের সম্পাদক নাজনীন নাহার সভাপতি, মাসিক কম্পিউটার বিচিত্রা সম্পাদক ভূঁইয়া ইনাম লেলিন সহ-সভাপতি, বার্তা২৪ ডট কমের কন্ট্রিবিউট এডিটর সাব্বিন হাসান সাধারণ সম্পাদক, দৈনিক নতুন সময় এর সিনিয়র রিপোর্টার সাজেদুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা পোস্ট ডটকম এর ফিচার এডিটর মোঃ আরিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, বিজটেক২৪ডটকম এর বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলাম কোষাধ্যক্ষ; ঢাকা মেইল ডটকম এর ফিচার সম্পাদক আসাদুজ্জামান লিমন প্রকাশনা ও গবেষণা সম্পাদক এবং দৈনিক ডিজিটাল সময় ব্যবস্থাপনা সম্পাদক এনামুল করিম ও ডিজিবাংলাটেক ডট নিউজ নির্বাহী সম্পাদক এস. এম ইমদাদুল হককে নির্বাহী সদস্য হিসেবে ঘোষণা করা হয় ।