বাংলাদেশ আইটি জার্নালিষ্ট ফোরাম (বিআইজেএফ) এর সাংবাদিকদের সাথে নিত্য প্রয়োজনীয় পণ্যের অনলাইন ই-কমার্স (গ্রোসারী শপ) চালডাল টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে বিআইজেএফ এর হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চালডালের সিইও ওয়াসিম আলিম, সিওও জিয়া আশরাফ ও কো-ফাউন্ডার আইটি স্পেশালিষ্ট তেজাস বিশ্বানথসহ চালডালের টিম।
২০১৩ সালে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠানটি মার্কেটের থেকে কমদামে পণ্য বিক্রি, ফরমালিন বা বিষমুক্ত ফ্রেশ পণ্য সরবরাহ এবং সঠিক সময়ে পণ্য ডেলিভারি করায় ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। চালডালের সিই্ও ওয়াসিম আলীম জানান, চালডালের বর্তমানে ছয়টি বড় বড় ওয়্যারহাউজ বা স্টোর আছে সারা ঢাকায়। ফলে যেকোন পণ্য অর্ডার করার এক ঘন্টার মধ্যেই পৌছে দেওয়া সম্ভব। তিনি আরও জানান, ২০০ টাকা উপরে যেকোন পণ্য কিনলে বাসায় পৌছে দেওয়ার জন্য চালডালকে কোন অতিরিক্ত ফিও দিতে হয় না। ২০০ টাকার নিচে পণ্য কিনলে অতিরিক্ত ফি ৪০ টাকা। চালডালের নিজস্ব পরিবহণ ব্যবস্থা আছে। ফলে যখনই কোন পণ্যের অর্ডার আসে তখনই আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধিরা সেই ক্রেতাকে ফোন দিয়ে অর্ডার কনফার্ম করেন। সারা ঢাকার বিভিন্ন পয়েন্টে ওয়্যারহাউজ থাকায় এটি আরও সহজ হচ্ছে।
চালডালের সিওও জিয়া আশরাফ বলেন, “সময় নষ্ট করে বাজার করা, অনেক বাজার বাড়িতে বয়ে আনা, পণ্যের সঠিক দাম না জানা, পণ্যে মান ঠিকমতো বুঝতে না পারা বা নিজের পছন্দের যেকোন পণ্য কিনতে না পারাসহ এই সকল সমস্যার সমাধানে রয়েছে চালডাল ডট কম। তিনি আরও জানান, বিশ্বসেরা উদ্যোক্তা সহায়তাকারী প্রতিষ্ঠান ওয়াই কম্বিনেটরের সেরা নতুন উদ্যোগের তালিকায় স¤প্রতি জায়গা পেয়েছে চালডাল। যা চালডালকে যেমন সারা বিশ্বে পরিচিতি দিয়েছে তেমনি বিশ্ব দরবারে উঁচু হয়েছে বাংলাদেশের নাম। এছাড়া সম্প্রতি দেশের সেরা ১৫ টেক পারসোনালিটিস-এর তালিকায় জায়গা পেয়েছেন চালডালের সিইও ওয়াসিম আলীম, যা প্রমান করে চালডাল কতো ভাল মানের কাজ করছে। চালডালের এই এগিয়ে চলায় সঙ্গী হয়েছে বাংলাদেশ সরকারও। সরকারে এটুআই প্রজেক্ট কর্তৃক আয়োজিত সকল মেলাগুলোতে থাকছে চালডালে স্টল এবং প্রশংসিত হয়েছে চালডালের উদ্যোগ।
কো-ফাউন্ডার তেজাস বিশ্বনাথ জানান, তিনি দেশের বাইরে থাকলেও সবসময় চালডালের জন্য কাজ করে চলেছেন। চালডালের ওয়েবসাইট দেখাশোনা, চালডালের নিজস্ব অ্যাপ তৈরী, ডেলিভারিম্যানদের লোকেট করার অ্যাপ তৈরীসহ নানা কাজ আমেরিকাতে বসেই করছেন তিনি। চালডালকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার পরিকল্পনার জন্যই ঢাকায় এসেছেন বলে জানান তিনি।