সত্যজিৎ রায়ের বিখ্যাত গোয়েন্দা কাহিনী ’ফেলুদা’ অবলম্বনে ফেলুদা সিরিজের প্রথম পর্ব ‘শেয়াল দেবতা রহস্য’ এই ঈদে চ্যানেল আই-তে স¤প্রচারিত হবার পর এবার দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং র্পোটাল বায়স্কোপ লাইভ ডট কম (bioscopelive.com) এ স¤প্রচারিত হচ্ছে। বাংলাদেশের দর্শকেরা এখন অনলাইনে ‘বায়স্কোপ’-এ পর্বটি দেখতে পাবেন। সিরিজটিতে ফেলুদা চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং তপসে চরিত্রে আছেন রিদ্ধি সেন।
সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের কাছ থেকে ফেলুদার সবগুলো গল্প নিয়ে কাজ করার স্বত্ব পেয়েছেন ক্যান্ডি প্রোডাকশন এবং টম ক্রিয়েশনস। সিরিজটির প্রথম সিজনে থাকছে চারটি গল্প, ‘শেয়াল দেবতা রহস্য’, ‘ঘুরঘুটিয়ার ঘটনা’, ‘গোলকধাম রহস্য’ ও ‘গ্যাংটকে গন্ডগোল’ এবং পরবর্তীতে অন্যান্য গল্প নিয়ে কাজ হবে । ফেলুদা সিরিজটির বাকি তিনটি পর্ব টেলিভিশনে স¤প্রচারিত হবার পর যথাযথ ভাবে বায়স্কোপ লাইভ ডট কম (bioscopelive.com) এ ওয়েব সিরিজ হিসেবে আপলোড করা হবে এবং দর্শকেরা এই পর্বগুলো এখানেই দেখতে পারবেন। বাংলাদেশের বাইরের দর্শকেরা এই সিরিজগুলো দেখতে পারবেন ‘আড্ডা টাইমস’ এ।