গতকাল বাংলাদেশ কৃষিবীদ ইনিস্টিটিউটে ভেঞ্চার ক্যাপিটাল এন্ড প্রাইভেট ইক্যুয়েটি অ্যাসোসিয়েসন অব বাংলাদেশ (ভিসিপিইএবি) এক সংবাদ সম্মেলেনের আয়োজন করে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রস্তাবিত বাজেটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, মন্দার প্রভাব মোকাবেলায় দেশের অর্থনীতিতে চাহিদা বৃদ্ধি, শিল্পনোন্নয়ন এবং সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে দিনবদলের সনদ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য প্রস্তাবিত বাজেটকে ভিসিপিইএবি অভিনন্দন জ্ঞাপনকরে। বিশেষত, বিকল্প বিনিয়োগ ব্যবস্থাকে সম্প্রসারন ও গতিশীল করার জন্য বিকল্প বিনিয়োগ ব্যবস্থার প্রতি সরকারের বিশেষ গুরুতা¡রোপ কে ভিসিপিইএবি বিশেষভাবে ধন্যবাদ জানায়। বাজেটে বিকল্প বিনিয়োগ ব্যবস্থা-সম্পর্কিত ঘোষণার ফলে দেশের নতুন এ খাতটি শক্তিশালী হওয়ার মাধ্যমে দেশের শিল্পন্নোয়নের গতি তরান্বিত হবে বলে তারা আশা প্রকাশ করে। ভিসিপিএবি মনে করে সরকারের প্রগতিশীল মনোভাবের ফলে ক্রম বিকাশমান এবং সম্ভাবনাময় এ খাতটি আরও এগিয়ে যাবে।
বক্তৃতায় বলা হয়, বিকল্প বিনিয়োগ তহবিল কে কর মুক্ত করায় আমরা সরকার এবং বিশেষ ভাবে মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। বিকল্প বিনিয়োগ তহবিল বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নিয়ন্ত্রিত তহবিল যা ট্রাষ্ট আকারে গঠন করা হচ্ছে। এগুলো ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের জন্য তহবিল সংগ্রহ করবে। করমুক্ত হওয়ায় এই ফান্ড বা তহবিল গুলো আরো বেশি কার্যকর এবং অধিক সুফল বয়ে আনবে। বিকল্প বিনিয়োগ তহবিল ব্যবস্থাপনা ও বিনিয়োগকারীদের মধ্যে এই করমুক্তি ব্যপক উৎসাহ জাগাবে।
ভিসিপিইএবি জাতীয় রাজস্ব বোর্ডকে বিকল্প বিনিয়োগ তহবিলের উপর করমুক্তির প্রস্তাব করে এবং একই সাথে এসকল তহবিলের নতুন যে সব সম্পদ ব্যবস্খাপক কোম্পানীগুলো রয়েছে তাদের আয়েরউপরও করমুক্তি দরকার। কারণ এই করমুক্তির ফলে তথ্য প্রযুক্তি খাতে দেশি ও বিদেশি বিনিয়োগ অনেক বৃদ্ধি পাবে।
সংবাদ সম্মলেনে বাজটে বক্তৃতা প্রদান করেন অ্যাসোসিয়েসনের সভাপতিও ফেনক্স ভেঞ্চারক্যাপিটাল এর জেনারেল পার্টনার শামীম আহসান। তিনিবলেন, এবারের জাতীয় বাজেটে তথ্য প্রযুক্তি খাতেরজন্য বেশ কিছু সুসংবাদ রয়েছে। এর মধ্যে আছে সফটওয়্যারের উপর থেকে ভ্যাটবাতিল, আসিটিডি ভিশনে ৩,৯৭৪ কোটি টাকা বরাদ্দ,ল্যাপটপ ও মোবাইল ফোন উৎপাদনে প্রয়োজনীয়যন্ত্রাংশের উপর থেকে ভ্যাট কমানোএবংসকল মন্ত্রনালয়ের তথ্য প্রযুক্তি খাতে ১১,০০০ কোটি টাকা বরাদ্দ করার জন্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীএবংআইসিটি প্রতিমন্ত্রীকে আবারো ধন্যবাদ জানাই। তথ্য প্রযুক্তি খাতে প্রায় সকল সাব সেক্টরে ট্যাক্স অব্যাহতি থাকা সত্বেও ইকমার্স ব্যবসায় ৩৫ শতাংশকর্পোরটে ট্যাক্স এ বাজেটে বাতিল না করায় এই সেক্টরের উন্নতির অন্তরায়হয়ে দাঁড়াবে।
তিনি আরো বলেন, ভেঞ্চার ক্যাপিটাল অর্থায়ন খুবই ঝুঁকিপূর্ণ। এটি একটি নতুন আর্থিক খাত বিধায় এ খাতে বিনিয়োগ কারীদের মধ্যে অনেক সংশয় আছে। তাই এ শিল্পকে লালন পালনের জন্য কর্পোরেট কর অব্যাহতির আহবান জানানো হয়। ভেঞ্চার ক্যাপিটাল এর বিনিয়োজিত অর্থ ফেরত পেতে কম পক্ষে ৭-৮ বছর সময় লাগে। এ সময় তাদের টিকে থাকা খুব দুষ্কর। সুতরাং তাদেরকে কমপক্ষে ১০ বছরের জন্যে কর মওকুফ সুবিধা দেয়া উচিত। আমরা মনে করি এই কর অবকাশ জাতীয় উন্নয়নের জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ায় সরকারের পক্ষ থেকে অনেক বড় ধরনের সহায়তা । এই প্রসঙ্গে আমরা ভিসিপিইএবি-র পক্ষ থেকে দেশের উন্নয়নে অংশ নেয়ার আরো বেশি প্রতিশ্রুতি দিচ্ছি।
ভিসিপিইএবি মহাসচিব শওকত হোসেন বলেন, স্টার্ট আপরা ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান, কোথাও থেকে আর্থিক সহায়তা পায় না। পৃথিবী ব্যাপী ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিরাই তাদের অর্থের যোগান দিয়ে থাকে। তাই বাংলাদেশে স্টার্ট আপ বা উদ্ভাবনী উদ্দোগের বিকাশের স্বার্থে ভেঞ্চার ক্যাপিটালের বিকাশ প্রয়োজন। বিকল্প বিনিয়োগ তহবিল তিনধরনের প্রকল্পকে তহবিল দেবে যেমন, ভেঞ্চার ক্যাপিটাল অর্থাৎ দুই বছরের কম বয়সের উদ্যোক্তা, প্রাইভেটইক্যুয়েটি অর্থাৎ দুইবছরের বেশি বয়সের উদ্যোক্তা এবংসবশেষে ইম্প্যাক্ট ফান্ড যা অর্থনিৈতকমুনাফার চাইতে আর্থসামাজিক উন্নয়নে অনেক বেশি প্রভাব বিস্তার করবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভিসিপিইএবি মহাসচিব ও বিডি ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, ভিসিপিইএবি কোষাধ্যক্ষ ও ভিআইপিবি এর প্রধান নির্বাহী সহিদুলইসলাম, ভিসিপিইএবি পরিচালক এবং মাসলিন ক্যাপিটালের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যাবস্থাপনা পরিচালক ওয়ালি-উল- মারূফ মতিন সহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ।