কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়–য়া শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য বাজেট অলিম্পিয়াড ২০১৭’র লোগোর জন্য নকশা আহ্বান করা হচ্ছে। জাতীয় বাজেট বিষয়ে তরুণদের আগ্রহ তৈরি এবং দক্ষ বাজেট বিতার্কিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাজেট অলিম্পিয়াড ২০১৭ আয়োজিত হবে। আগামি মাস থেকে দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। অলিম্পিয়াডের লোগোটি তৈরিতে বাজেট, মুদ্রা, জনমানুষের অংশগ্রহণ, শিক্ষামূলক, বাজেট ট্যালেন্ট অনুসন্ধান ইত্যাদি বিষয় বিবেচনায় রাখতে হবে। আগ্রহী শিল্পী, গ্রাফিক্স-ডিজাইনারদের এই প্রতিযোগিতার জন্য আগামি ২৫ আগস্ট ২০১৭ তারিখের মধ্যে নকশা করা লোগোটি এআই/ ইপিএস ফরমেটে হঁৎঁষধষধস.সধংঁফ@মসধরষ.পড়স ঠিকানায় পাঠাতে হবে। সেরা লোগো নকশাকারী বিজয়ীর জন্য রয়েছে নগদ ৫০০০ টাকা পুরষ্কার।