এডিসন গ্রুপ তাদের প্রিমিয়াম ব্র্যান্ড ধারাবাহিকতা বজায় রাখতে বাজারে আনলো হেলিও ব্র্যান্ড মোবাইলের নতুন মডেল হেলিও এস ২। আজ যমুনা ফিউচার পার্কে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন এই হ্যান্ডসেটটি অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসন গ্রুপ এর সিনিয়র ডিরেক্টর জনাব রেজোয়ানুল হক, মার্কেটিং ডিরেক্টর, জনাব আশরাফুল হক, হেড অব সেলস, এডিসন ইলেকট্রনিক্স, কাজী জহির উদ্দীন এবং সিনিয়র ম্যানেজার, মার্কেটিং, জাহিদুল ইসলাম।
সেটটির ডিজাইন,পারফর্মেন্স, ক্যামেরা সব কিছু মিলিয়ে বলা হচ্ছে এটি একটি পারফেক্ট স্মার্টফোন।হেলিও এস২ তে ব্যবহার করা হয়েছে নজরকাড়া মেটালিক ইউনিবডি। এর ৮.১৫ মিলিমিটার বডির থিকনেসের সাথে যুক্ত হয়েছে ২.৫ডি ওয়াটার ড্রপ গ্লাস।ফোনের গ্রীপ, টাচ স্ক্রীন রেসপন্স সব কিছুই হয়েছে আরও আধুনিক। ৫.৫ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লের ফোনটিতে ব্যবহার করা হয়েছে থার্ড জেনারেশন গরিলা গ্লাস । সেটটির রিয়ার ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে সনি আইএমএক্স ২৫৮ ক্যামেরা সেন্সর। যা ১৩ মেগাপিক্সেল এ এফ/2.0 এ্যাপারচার এ ছবি তুলতে সক্ষম। রিয়ার ক্যামেরা তে রয়েছে ১৪ টি মনোমুগ্ধকর ফিচার যার মাধ্যমে অত্যাধুনিক এলইডি ফ্ল্যাশ, আনন্দদায়ক জিআইএফ, মুড ফটো থেকে প্রফেশনাল কোয়ালিটি, আল্ট্রা পিক্সেল লেভেল এর ছবি তোলা সম্ভব। অক্টাকোর প্রসেসরের এই সেটটিতে গেমস, হাই ডিমান্ড এ্যাপ্লিকেশন সব কিছু চলবে অনেক স্বাচ্ছন্দে। এতে রয়েছে ৩ জিবি ডিডিআরথ্রি র্যাম।
হেলিও এস ২ তে মাল্টিমিডিয়া চাহিদা পূরন করার জন্য দেওয়া হয়েছে হাই স্পীড ৩২ জিবি স্টোরেজ। এটি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এর অপারেটিং সিস্টেম এ্যান্ড্রয়েড ৬.০.১ মাশ মেলো। হেলি এস২ একটি ফোর জি/ এলটিই সমর্থিত স্মার্টফোন। এতে রয়েছে সর্বশেষ প্রযুক্তির ওয়াইফাই, পাওয়ার সেভিং ব্লুটুথ 4.0 টেকনোলোজি এবং নিউ জেনারেশন জিপিএস। সাথে রয়েছে মাইক্রো ইউএসবি। হেলিও এস২ ফোনটিতে ডুয়াল সিম ডুয়াল স্ট্যান্ডবাই টেকনোলোজি এর মাধ্যমে কানেক্টেড থাকা যাবে সব সময়।এই স্মার্টফোন টিতে দেওয়া হয়েছে শক্তিশালী ৩১৫০ মিলি এ্যাম্পিয়ার ব্যাটারি। বিশেষ ফিচার হিসেবে থাকছে নিউ জেনারেশন ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সেটটির বিশেষ দিক হিসেবে এতে রয়েছে চাইল্ড মোড। সেটটির মু্ল্য ১৫,৯৯০ টাকা।