বাজারে সেলফি স্পেশালিস্ট হ্যালিও এস ১০

দেশের বাজারে পাওয়া যাচ্ছে হ্যালিও সিরিজের স্মার্ট ফোন হ্যালিও এস১০। সেলফোনটি এন্ড্রয়েড ন্যুগাট ৭.০ সম্বলিত  হ্যালিও সিরিজের প্রথম ন্যুগাট অপারেটেড স্মার্টফোন। গতকাল বুধবার ঢাকার স্থানীয় এক হোটেলে এডিসন গ্রুপের চেয়ারম্যান, আমিনুর রশিদ নতুন এই সেলফোনটির উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর অব মার্কেটিং, আশরাফুল হক, ডিরেক্টর অব কর্পোরেট এ্যাফেয়ারস, মেজর আবদুল মালেক মিয়াজী, পিএসসি (অবঃ) এবং ডেপুটি ডিরেক্টর, সেলস, মোহাম্মদ ইরফানুল হক। সেলফি প্রেমীদের জন্য হ্যালিও এস১০ এ রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং সেলফি ফ্ল্যাশ। রয়েছে ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা । আর ক্যামেরা ফিচারগুলোর মধ্যে উল্লেখযোগ্য স্লো মোশন, প্যানারোমা, মোড ফটো। স্মার্টফোনটির বডি তৈরিতে ব্যাবহার করা হয়েছে এয়ার ক্রাফট গ্রেড মেটাল যা সাধারণত প্লেনের বডি বানানোর ক্ষেত্রে ব্যাবহার করা হয়ে থাকে। ফলে ফোনটির স্থায়িত্ব বৃদ্ধি পেয়েছে বহু গুন।

সেটটিরে ৫.৫ ইঞ্চি বড় পর্দার এবং কালারফুল আইপিএস ফুল এইচডি ২.৫ডি গ্লাস এর ডিসপ্লে এর সাথে ডিসপ্লে প্রটেকশনের জন্য ব্যাবহার হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩। এতে রয়েছে ৪জিবি র্যাম এবং ৬৪ বিট অক্টাকোর ১.৯৫ প্রসেসর। ফলে সেটটি ব্যাবহারে পাওয়া যাচ্ছে ফাস্টার স্মার্টফোন এক্সপেরিয়েন্স।

৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ৪০১০ মিলিএ্যাম্পিয়ার এর শক্তিশালী লি-পলিমার ব্যাটারি থাকার কারনে অনেক লম্বা সময় ধরেই সেটটিতে নানাবিধ কাজ করা যাবে। পাশাপাশি ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। হ্যালিও এস১০ এর স্পেশাল ফিচার গুলোর মধ্যে ফিঙ্গার প্রিন্ট সেন্সর টি খুব দ্রুত গতি সম্পন্ন , যা দিয়ে মাত্র ০.২ সেকেন্ডেই আনলক করা যায় ফোনটি। এছাড়াও আছে স্প্লীট স্ক্রীণ সবিধা যার মাধ্যমে একটি স্ক্রীন এ দুটি কাজ করা যায় অনায়াসে, ইনফ্রারেড রিমোট ইত্যাদি, স্মার্ট পাওয়ার কঞ্জাম্পশন ইত্যাদি।

কালো এবং সোনালী রঙের হ্যালিও এস১০ পাওয়া যাচ্ছে এডিসন গ্রুপের সকল আউটলেটে। দাম  ১৯,৯৯০ টাকা এবং এর সাথে উপহার হিসেবে থাকছে একটি আকর্ষণীয় ব্যাকপ্যাক।

Share This:

*

*