স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি দেশের বাজারে নিয়ে এলো “Symphony i50”। স্মার্টফোনটিতে ব্যাবহার হয়েছে ইন্টেলিজেন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
৫.০ ইঞ্চি ডিসপ্লে ও ২.৫ডি গ্লাস এর এই স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো। হ্যান্ডসেটটি লেটেস্ট জেনারেশন ৫পি লেন্স, এ্যাপারচার ২.০ এর ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৩পি লেন্স, ২.০ এ্যাপারচার এর ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে হ্যান্ডসেটটিতে। ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর এর সাথে আছে ১ জিবি ডিডিআর থ্রি র্যাম। ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে স্মার্টফোনটিতে। ব্যাবহারকারী চাইলে মেমোরীকার্ড এর মাধ্যমে তা ৩২ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন। ২৫০০ এম এ এইচ এর লি পলিমার ব্যাটারী তো আছেই তার সাথে যোগ হয়েছে অত্যাধুনিক কাস্টম মেইড ইন্টেলিজেন্ট সফটওয়্যার ডিজাইন যার কারণে ব্যাটারী পাওয়ার ইমপ্রুভ হবে ৪৫% পর্যন্ত। ওটিজি সাপোর্টেড এই স্মার্টফোনটিতে সেন্সর হিসেবে আছে জি সেন্সর, ফিঙ্গার প্রিন্ট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং লাইট সেন্সর। আইডি ডিজাইনেও এসেছে অনেক ধরণরে নতুনত্ব ব্যাবহার হয়েছে সাইড মেটাল ডিজাইন, বিগ ক্যামেরা ডিজাইন, ফিঙ্গার প্রিন্ট রিং এবং ট্রাই টোন ফ্ল্যাশ। ফিঙ্গার প্রিন্ট এর মাধ্যমে মেসেজ এবং সকল ধরণের অ্যাপস ও লক করে রাখা যাবে। সাদা, কালো এবং গোল্ডেন কালারের এই স্মার্টফোনটির দাম ৭,৫৯০ টাকা।