বাজারে সপ্তম প্রজন্মের লেনোভো ল্যাপটপ

লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট  লিমিটেড বাংলাদেশে প্রথমবারের মত নিয়ে এলো সপ্তম প্রজন্মের প্রসেসর সমৃদ্ধ লেনোভো আইডিয়া প্যাড ৩১০ ল্যাপটপ। এ উপলক্ষে গতকাল গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মুলত সপ্তম প্রজন্মের লেনোভো ল্যাপটপের বিস্তারিত তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন। সম্মেলনে জানানো হয় কাবিলেক কোড নামধারী সপ্তম প্রজন্মের ইন্টেল প্রসেসরগুলো ষষ্ঠ প্রজন্মের চাইতে অনেক বেশি সমৃদ্ধশালী। সপ্তম প্রজন্মের প্রসেসর গুলো ষষ্ঠ প্রজন্ম থেকে ১২% দ্রুত গতির এবং১৯% দ্রুত ইন্টারনেট সুবিধা দিয়ে থাকে। এছাড়া ও সপ্তম প্রজন্মের প্রসেসর দিয়ে ৪কে(ইউএইচআই) মুভি সহজেই চালানো সম্ভবহয়। আইডিয়া প্যাড৩১০ষষ্ঠ প্রজন্মের ল্যাপটপ গুলো কোর আই-৩এবংকোর আই-৫ প্রসেসর দিয়ে পাওয়া যাচ্ছে, ল্যাপটপগুলোর ডিজাইন আগের মডেলগুলোর তুলনায়  আরও অনেক বেশী পাতলা ও আকর্ষণীয়।কালো ও সিলভার রঙে ল্যাপটপগুলো পাওয়া যাচ্ছে । ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে ডিডিআর ৪ র‌্যাম, এনভিডিয়া এবং ইন্টেল গ্রাফিক্স কার্ড সমৃদ্ধ। আইডিয়া প্যাড ৩১০ ল্যাপটপ গুলো ডলবি মিউজিক সমৃদ্ধ এবং ল্যাপটপটির ডিসপ্লে  ১৮০ ডিগ্রি পর্যন্ত ফ্যাট করা যায়। কোর আই৩, ৪ জিবি র‌্যাম, ১ টিবি হার্ডডিস্ক, ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে ও ইন্টেল গ্রাফিক্স সমৃদ্ধ ল্যাপটপগুলোর দাম ৩৮,৮০০ টাকা এবং এনভিডিয়াজিফোর্স ৯২০ এম এক্স সমৃদ্ধ ল্যাপটপ গুলোর দাম ৪১,৯০০টাকা। কোরআই৫ ,৮জিবি র‌্যাম, ১টিবি হার্ডডিস্ক, ১৫.৬ইঞ্চি ডিসপ্লে, এনভিডিয়া জিফোর্স ৯২০ এম এক্স সমৃদ্ধ ল্যাপটপ গুলোর দাম ৫২,৫০০টাকা।

২ বছরের (১বছর সরাসরি এবং আরও ১বছর ক্রেতার পক্ষ থেকে রেজিস্ট্রেশেনের মাধ্যমে) ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ এইল্যাপটপগুলো  পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ডের যে কোন শাখায় অথবা অনুমোদিত পরিবেশকের কাছে। বিস্তারিত: ০১৯৬৯৬৩৩১৫৩, ০১৯৭৭৪৭৬৫৮৯।

Share This:

*

*