বাজারে মাইক্রোল্যাবের নতুন স্পিকার

মাইক্রোল্যাব ব্র্যান্ডের পানি-ধূলো ও ঝাঁকুনি সহনশীল বহনযোগ্য আউটডোর স্পিকার পাওয়া যাচেছ দেশের বাাজরে। বাজারজাত করছে প্রযুক্তি পণ্য-সেবা পরিবেশক প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। ব্লুটুথ ও ওয়্যারলেস প্রযুক্তি সমৃদ্ধ ডি-২১ মডেলের ঢোলক আকৃতির এই স্পিকারটি খুব সহজেই বহনযোগ্য। ইউএসবি পোর্টের মাধ্যমে রিচার্জ করা যায় এই স্পিকারটি এবং চার ঘণ্টা চলে। পছন্দের গান শোনার পাশাপাশি এটি দিয়ে এফএম রেডিও শোনা যায়। ব্যবহার করা যায় ১৬ জিবি পর্যন্ত ধারণক্ষমতার মাইক্রোস এসডি কার্ড। নান্দনিক শৈলীর এই স্পিকারটির দাম দুই হাজার টাকা।

Share This:

*

*