বাজারে মাইক্রোম্যাক্স নতুন মোবাইল কিউথ্রি ৮৬ ও কিউথ্রি ৪৯। মোবাইল দুটির দেশীয় বাজারে আগমন উপলক্ষে আয়োজন করা হয় মোড়ক উন্মোচন অনুষ্ঠানের। অনুষ্ঠানটি মাইক্রোম্যাক্স বাংলাদেশের একমাত্র পরিবেশক সোফেল টেলিকম লিঃ এর কর্পোরেট অফিস নিকেতন-এ অনুষ্ঠিত হয়। নতুন এই ফোনের মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন-বাংলাদেশে মাইক্রোম্যাক্স এর একমাত্র পরিবেশক সোফেল টেলিকম লিমিটেড এর মহাব্যবস্থাপক সাকিব আরাফাত, বাংলাদেশ মাইক্রোম্যাক্সের মহাব্যবস্থাপক রিয়াজুল ইসলাম, মাইক্রোম্যাক্স এর স্থানীয় ডিস্ট্রিবিউটর পার্টনার মোঃ হাসান, মোঃ শমিরুজ্জামান, মোঃ আল-আমিন। এছাড়াও অনুষ্ঠানে উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মাইক্রোম্যাক্স এর নতুন ফোন কিউথ্রি ৮৬এ আছে- ৫.৫ইঞ্চি এইচডি ডিসপ্লে, ১.৩ গি.হা. কোর্য়াড কোর প্রসেসর, ১জিবি র্যাম, ১৬জিবি রোম, ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা যথাক্রমে ৮ ও ৫ মেগাপিক্সেল। ফোনটির ব্যাটারী ধারন ক্ষমতা ২৫০০ মিলিএম্পায়ার এবং গ্রাহকরা ফোনটি পাবেন মার্শমেলো ভার্সনে। এছাড়াও মাইক্রোম্যাক্স নতুন ফোন কিউথ্রি ৪৯এ আছে- ৫ইঞ্চি এইচডি ডিসপ্লে, ১.৩ গি.হা. কোর্য়াড কোর প্রসেসর, ১ জিবি র্যাম, ৮ জিবি রোম, ক্যামেরা যথাক্রমে ৮এমপি ও ৮এমপি। ফোনটির ব্যাটারী ধারন ক্ষমতা ২৫০০ মিলিএম্পায়ার এবং এই ফোনটিও গ্রাহকরা পাবেন মার্শমেলো ভার্সনে।