ইউএসবি এবং ওয়্যারলেস প্রিন্টিং এর জন্য বাজারে পাওয়া যাচ্ছে ব্রাদার ব্যান্ড্রের এমএফসি ৯৩৩০ সিডিডাব্লিউ মাল্টিফাংশনাল প্রিন্টার । প্রিন্টারটি উচ্চ রেজুলেশনে প্রিন্ট করতে সক্ষম। প্রিন্টারটির মাধ্যমে গুগল ক্লাউড এবং মোবাইল থেকেও সরাসরি প্রিন্ট করা যায়। এমএফসি ৯৩৩০ সিডিডাব্লিউ প্রিন্টারটি অফিসের প্রিন্টিং, স্ক্যানিং, কপিংএবং ফ্যাক্সিংএর সকল প্রয়োজনের সহজ সমাধান। শুধু তাই নয়, ডাবল সাইড প্রিন্ট ফাংশন, ফ্যাক্স করার ক্ষমতা এবং উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন প্রিন্টারটি ৯.৩ ইঞ্চি কালার টাচ স্ক্রিন কন্ট্রোল সমৃদ্ধ। প্রিন্টারটির দাম ৩৭,০০০ টাকা। প্রিন্টারটি কিনতে অথবা যে কোন তথ্য জানতে যোগাযোগ করুন গ্লোবাল ব্র্যান্ডের যে কোন শাখায়। বিস্তারিত ০১৯৭৭৪৭৬৫০৬
বাজারে নতুন প্রিন্টার
