বাজারে নতুন পেনড্রাইভ

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বাজারে নিয়ে এসেছে পিএনওয়াই ব্রান্ডের টার্বো লুপ মডেলের নতুন পেনড্রাইভ। সম্পূর্ন মেটালিক বডির ইউএসবি ৩.০ প্রযুক্তির এই পেনড্রাইভটির ডাটা রিড স্পীড প্রতি সেকেন্ডে ১০৩ এমবি এবং রাইট স্পীড প্রতি সেকেন্ডে ১৩ এমবি। পেনড্রাইভটি উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেম এর বাজারে বিদ্যমান সকল ভার্সন সমর্থন করে। পেনড্রাইভটির অন্যতম আকর্ষনীয় ফিচার হল এর প্রোডক্ট লাইফ টাইম ওয়্যারেন্টি। বর্তমানে এই মডেলটি ১৬ এবং ৩২ জিবি ক্যাপাসিটিতে বাজারে পাওয়া যাচ্ছে যার মূল্য যথাক্রমে ৫৫০ টাকা এবং ৮৫০ টাকা। বিস্তারিতঃ ০১৭৩০৩১৭৭৮৭।

Share This:

*

*