বাজারে এসেছে ডেল সিরিজের ভস্ট্রো-১৪ ৫৪৫৯ মডেলের নতুন স্টাইলিশ ল্যাপটপ। মনেট নামে পরিচিত ইন্টেল ৬ষ্ঠ প্রজন্মের কোর আই সেভেন প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ৮ জিবি র্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৪ ইঞ্চি ডিসপ্লে, এনভিদিয়া জিফোর্স ৯৩০এম মডেলের ৪ জিবি গ্রাফিক্স কার্ড, ব্লুটুথ এবংওয়েবক্যাম। সোনালী এবং ধুসর রঙে ল্যাপটপটি বাংলাদেশের বাজারে ছেড়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। ২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৭৫,৫০০ টাকা। বিস্তারিতঃ ০১৭৭৭৭৩৪১১৪।