শখের বশে কিংবা পেশাদারি আঁকাআঁকিতে গ্রাফিক্স ট্যাবলেটের বিকল্প নেই। প্রযুক্তির অগ্রযাত্রায় রঙ, তুলি কিংবা আর্ট পেপার, পেন্সিলের জায়গায় ডিজাইনারদের হাতে জায়গা করে নিয়েছে বিভিন্ন ধরনের গ্রাফিক্স ট্যাবলেট। দেশীয় গ্রাফিক্স ডিজাইনারদের কথা মাথায় রেখে ওয়াকম ব্র্যান্ডের নতুন গ্রাফিক্স ট্যাবলেট বাজারে এনেছে তথ্যপ্রযুক্তি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া কিংডম। প্রতিষ্ঠানটির সর্বশেষ আনা মডেলের মধ্যে রয়েছে সিটিএল-৪৭১/কে০-এফ (CTL-471/K0-F) ও সিটিএল-৬৭১/কে০-এফ (CTL-671/K0-F), দাম যথাক্রমে ১০ হাজার ৫০০ টাকা ও ১৭ হাজার ৫০০ টাকা। মাল্টিপ্লান ক¤িপউটার সিটি সেন্টারের তৃতীয় তলায় মাল্টিমিডিয়া কিংডমের ব্র্যান্ডশপ ও প্রদর্শনী কেন্দ্র (দোকান নং-৩১৬-৩১৭) থেকে সরাসরি কিংবা অনলাইনে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট (www.multimediakingdom.com.bd) থেকে ওয়াকম ব্র্যান্ডের এই গ্রাফিক্স ট্যাবলেটগুলো কেনা যাবে। ঘরে বসেই অর্ডার দিয়ে ক্রেতার ঠিকানায় পণ্য পৌছানোর পর পণ্য বুঝে মূল্য পরিশোধের সুবিধা থাকছে।