বাজারে এসার ভিএক্স১৫ মডেলের গেমিং ল্যাপটপ

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বাজারে নিয়ে এসেছে এসার ভিএক্স১৫ মডেলের নতুন গেমিং ল্যাপটপ। ইন্টেল সপ্তম প্রজন্মের ৭৭০০এইচকিউ মডেলের কোর আই সেভেন প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ৮ জিবি ডিডিআর৪ র‌্যাম, এনভিদিয়া জিফোর্স জিটিএক্স ১০৫০ মডেলের ৪ জিবি গ্রাফিক্স কার্ড, ১২৮ জিবি এসএসডি, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ব্লটুথ, ওয়াইফাই এবং ব্যাকলিট কীবোর্ড । ২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৯৭,৫০০ টাকা। বিস্তারিতঃ ০১৭৩০৩১৭৭৬৪, ০১৭৭৭৭৩৪২৮৮।

Share This:

*

*