বাজারে এলজির ৩৪ ইঞ্চি আল্ট্রা ওয়াইড গেমিং মনিটর

গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এলো সবচেয়ে কমমূল্যে আকর্ষনীয় ফিচার সমৃদ্ধ এলজির নতুন  আল্ট্রা ওয়াইড ফুল এইচডি গেমিং মনিটর। এই মনিটরটির স্ক্রিন সাইজ ৩৪ ইঞ্চি কার্ভড যার রিফ্রেস রেট ১৪৪ হার্জ। আইপিএস প্যানেল ২৫৬০ী১০৮০ রেজুলেশন সমৃদ্ধ মনিটরটির এস্পেক্ট রেশিও ২১:৯, রেসপন্স টাইম ৫ মিঃসেঃ ও এমবিআর ১ মিঃসেঃ এর থেকেও দ্রুত, কালার গেমুট এনটিএসছি ৭২% এবং ব্রাইটনেস ২৫০ সিডি/এম২।

১৭৮/১৭৮ ভিউইং এঙ্গেলসহ মনিটরটিতে আরও রয়েছে রিডার মুড, স্ক্রিন স্পিলিট, অন স্ক্রিন কন্ট্রোল, গেম মুড, এডজাস্ট্যাবল স্ট্যান্ড, ক্রশএয়ার, এএমডি ফ্রি সিন্ক, ব্লাক স্ট্যাবিলাইজার এর মত বিশেষ ফিচারসমুহ। মনিটরটির দাম ৯০,০০০ টাকা।

বিস্তারিত  : ০১৯৭৭৪৭৬৫৪৩ ও ০১৯৬৯৬৩৩২৯১

Share This:

*

*