আজ ঢাকার স্থানীয় এক হোটেলে এইচপির নতুন প্রিন্টার ডেস্কজেট জিটি সিরিজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন এইচপির এশিয়া ইমার্জিং কান্ট্রিজের এইসি চ্যানেল সেলস ম্যানেজার মো. ইমরুল হোসাইন ভূঁইয়া। এসময় ফ্লোরা লিমিটেড এবং স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয় ফ্লোরা লিমিটেড এবং স্মাট টেকনোলজিস (বিডি) লিমিটেড এইচপি ইনকর্পোরেটরের সাথে নতুন এইচপি ডেস্কজেট জিটি ৫৮২০/১০ অল ইন ওয়ান সিরিজের দুটি প্রিন্টার দেশে বাজারজাত করবে। এইচপির নতুন প্রিন্টার ডেস্কজেট জিটি সিরিজ সবচেয়ে কম খরচে সর্বোচ্চ মানের প্রিন্টিং নিশ্চয়তা দিবে। বাসা বাড়ি এবং অফিসে যারা সর্বোচ্চ মানের প্রিন্ট করতে চান মুলত তাদের জন্যই এই প্রিন্টার সিরিজ বাজারে আনা হয়েছে। নতুন প্রিন্টারগুলোতে পরিববর্তন যোগ্য প্রিন্ট হেড রয়েছে যা কিনা ফিক্সড প্রিন্ট হেডের তুলনায় অনেক সুবিধাজনক। প্রিন্টারটির সেটআপ ও কালি সেটআপ ১০ মিনিটেরও কম সময়ে করা যায়। আর এলইডি ডিসপ্লে থাকায় এটির ব্যবহার খুব সহজ। এইচপি ডেস্কজেট জিটি সিরিজের প্রিন্টারটিতে ৮০০০ পেজ প্রিন্ট দেয়া সম্ভব। এতে ব্যবহৃত এইচপির মূল রঙ কালো ও রঙিন কালি বিশেষভাবে লেখাকে স্পষ্ট, ভাইব্রান্ট গ্রাফিক্স এবং ছবিগুলো পানিরোধী করে। ট্যাব বা স্মার্টফোন থেকেও প্রিন্টারগুলোর মাধ্যমে অনায়াসে প্রিন্ট দেওয়া সম্ভব।
বাজারে এইচপির নতুন প্রিন্টার
