বাংলাদেশে লেনোভোর পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড ক্রেতাদের জন্য নিয়ে এসেছে নতুন মডেলের আকর্ষনীয় নোট বুক লেনোভো আইডিয়াপ্যাড ৩২০। দৈনন্দিন কাজগুলোকে আরও সহজ করে তোলার জন্য লেনোভোর এই নতুনআইডিয়া প্যাড ৩২০। নতুন নোটবুকটি যে কোন কাজ সহজ করতে আছে ৭ম প্রজন্মের পাওয়ার ফুল ইন্টেল প্রসেসর। যা কোর আই ৩, ৫ এবং৭ র্ভাসনে বাজারে পাওয়া যাবে।
স্লিম ও স্টাইলিস এই নোটবুকটি ৩টি আর্কষনীয় কালার এ বের করা হয়েছে যা প্ল্যাটিনাম গ্রে, অনিক্স ব্ল্যাকও ডেনিম ব্লু কালার এ পাওয়া যাবে। এর অ্যান্ডভান্স গ্র্যাফিক্স গ্রাহকদের মন কাড়বে। লেনোভো আইডিয়া প্যাড ৩২০ ফুলএইচডি রেজুলেশন (১৯২০X১০৮০) পিক্সেল। যার ফলে মুভি দেখার ও গেম খেলার মধ্যে অন্য রকম আনন্দ নিয়ে আসে। অত্যাধুনিক নোট বুকটির র্হাডডিস্ক ১ টেরাবাইট থেকে ২ টেরাবাইট পর্যন্ত যা কাস্টমার নিজের পছন্দ মত বেছে নিতে পারবে। এই নোটবুকটি সর্বোচ্চ ৫ ঘন্টা পর্যন্ত ব্যাক আপ দিবে। নোটবুকটিতে রয়েছে ২ বছরের বিক্রয়ত্তোর সেবা। লেনোভোর নতুন আইডিয়া প্যাড ৩২০ টি আগামী ২১শে জুলাই ২০১৭ তারিখে দেশব্যাপি বাংলাদেশের প্রথম সারির আইটি পণ্য আমদানীকারকএবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেডের সকল শাখা সমূহে এবংতাদের সকল ডিলার প্রতিষ্ঠানে পাওয়াযাবে। বিস্তারিত: ০১৯৬৯-৬৩৩১৫৩, ০১৯৬৯-৬৩৩২১৭, ০১৯৭৭-৪৭৬৫০১, ০১৯১৫-৪৭৬৩৪০