বাজারে আম ফোন !

১১ টি মডেলের (৫টি র্স্মাটফোন এবং ৬ টি ফিচার ফোন) হ্যান্ডসটে নিয়ে দেশীয় বাজারে এলো ম্যাংগো ফোন। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ম্যাংগাে ফোনগুলো আনুষ্ঠানকিভাবে অবমুক্ত করা হয়। ম্যাংগো ফোন ম্যাংগো ডিজিটাল লিমিটেডের অঙ্গ প্রতষ্ঠিান। সংবাদ সম্মেলনে উপস্থতি ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ওহাব খান ও ব্যবস্থাপনা পরচিালক আবুল খায়রে। ম্যাংগো ডিজিটালের পরিচালক মোয়াম্মের হোসনে খান, বিপণন বিভাগের মহাব্যবস্থাপক তৌফিকুল  আলম।  হ্যান্ডসেটগুলো পাওয়া যাবে ৮০০ টাকা থকেে ১৫ হাজার টাকার মধ্যে এমনটাই তথ্য দেওয়া হয় সংবাদ সম্মলেন। বিপণনরে জন্যে রয়ছেে ৭০ টি কালকেশন পয়েন্ট এবং গ্রাহক সেবার জন্য রয়ছেে  রয়ছে ২০ টি কাস্টমার কেয়ার।

ম্যাংগোর প্রধান নির্বাহী কর্মকর্তা ওহাব খান বলনে,  বাংলাদেশের মোবাইল ফোনের বাজার খুবই সম্ভাবনাময় এবং এই বাজার খুবই দ্রুত বর্ধনশীল। দেশের জনগণের বিশাল একটি অংশের হাতে এখনও মোবাইল ফোন পৌঁছেনি। এই বিশাল জনগোষ্ঠীর ক্রয়ক্ষমতা এবং তাদের চাহিদার কথা মাথায় রেখে ম্যাংগো ডিভাইসগুলো ডিজাইন করা হয়েছে । হ্যান্ডসটেগুলোতে রয়ছেে ১ বছরের বিক্রয় পরর্বতী সেবা। ব্যবস্থাপনা পরচিালক আবুল খায়রে জানান, দেশের চাহদিা মিটিয়ে ম্যাংগো ফোন বিদেশেও রপ্তানি করার পরকিল্পনা নেয়া হয়েছে । মুনাফার চেয়ে র্সবোচ্চ মানরে সেবাদ দিতে প্রতষ্ঠিানটি বদ্ধ পরিকর।

ম্যাংগোর উল্লেখযোগ্য স্মার্টফোনের মডেলগুলো হচ্ছে E50, E60, Galicia, Rio এবং ফ্ল্যাগশিপ E30। ম্যাংগো E30 হ্যান্ডসেটটিতে রয়েছে অক্টাকোর ১.৩ গিগাহার্টজ প্রোসেসর, নিখুঁত সিএনসি কাট মেটাল বডি, ১৬ জিবি রম এবং ৩ জিবি র‌্যাম, ১৩ মেগাপিক্সেল ফাস্ট ফোকাস রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাসহ ক্যামেরার বিভিন্ন ফাংশন এবং আকর্ষণীয় সব ফিচার। এতে আরও রয়েছে শক্তিশালী ২২০০ এমএএইচ ব্যাটারি, এছাড়া E50 হ্যান্ডসেটটির সাথে রয়েছে একটি আকর্ষণীয় VR  হেডসেট ফ্রি। ফিচার ফোনগুলো নিত্যদিন ব্যবহার উপযোগি করে তৈরি করা হয়েছে এবং এগুলো দামেও খুব সাশ্রয়ী। ফিচার ফোনগুলোর মডেল হচ্ছে K10, Fazli, W220, W250, W222 এবং K20। এসব ফিচার ফোনগুলোতে রয়েছে অডিও-ভিডিও প্লেয়ার, এফএম রেডিও, ব্লুটুথ, টর্চ প্রভৃতি সুবিধা।

Share This:

*

*