বাজারে আইলাইফের নতুন ল্যাপটপ

আমেরিকান ল্যাপটপ ব্র্যান্ড আইলাইফের নতুন মডেলের ল্যাপটপ জেডএয়ার এইচ২ বাংলাদেশের বাজারে অবমুক্ত করা হয়। এ উপলক্ষে গতকাল শনিবার  ঢাকার উত্তরা ক্লাবে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। এতে উপস্থিত ছিলেন আইলাইফের কান্ট্রি মান্যাজার মোহাম্মাদ নাছির উদ্দিন, ল্যাপটপের একমাত্র পরিবেশক সুরভী এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোহাম্মেদ মাসুম, পরিচালক যাকের রিয়াদ, হেড অফ বিসনেস আব্দুল কাইউম খান।  সংবাদ সম্মেলনে জানানো হয় মুলত সৌখিন ও মধ্যবিত্তদের জন্যই এই ল্যাপটপ। আরব ও আফ্রিকার দেশগুলোতে ব্যাপক সফলতার পরে এই ল্যাপটপটি বাংলাদেশের বাজারে অবুক্তের ঘোষণা দেন আইলাইফের কান্ট্রি মান্যাজার মোহাম্মাদ নাছির উদ্দিন।  তিনি ল্যাপটপটির বিস্তারিতও তুলে ধরেন।  হালকা ওজন ল্যাপটপটি ভ্রমণেও নিত্য সঙ্গী হয়ে থাকবে।  ঘরে -বাইরে ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল চেকিং, মুভি দেখার সার্বক্ষণিক  সঙ্গী হতে পারে এ ল্যাপটপ টি। ১৪ ইঞ্চি আই পি এস ডিসপ্লে সমেত নতুন এই ল্যাপটপটি মাত্র ১৬.২ মিলিমিটার পাতলা ও ওজন ১.৪ কেজি।   ল্যাপটপে রয়েছে‍ ১.১ থেকে ২.৪ গিগা হার্টজ গতির উচ্চক্ষমতার ইন্টেল প্রসেসর। ৩ জিবি  ডি ডি আর ৩ র্যাম, ৫০০ জিবি হার্ড ডিস্ক, ৩২ জিবি ইন্টার্নাল মেমোরির ল্যপটপটিতে ব্যবহার করা হয়েছে ৪,৮০০ মিলি অ্যাপিম্পয়ার ব্যাটারি, যা কিনা ব্যবহারকারীকে টানা৬-৭ ঘণ্টা ওয়ার্কিং ব্যাকআপ দেবে।

 অনলাইন শপ পিকাবু, দারাজ, আজকের ডিল ও কিকশা থেকে ল্যাপটপটি ঘরে বসেই কেনা যাবে । এছাড়াও ল্যাপটপটি স্টার টেক, রাইয়ান্স কম্পিউটার’স এবং কম্পিউটার ভিলেজের সবগুলো শো রুমে পাওয়া যাচ্ছে। এক বছর বিক্রয়ত্তোর সেবা সহ ল্যাপটপটির মুল্য ২১,৫০০ টাকা। আর সাথে উপহার হিসেবে থাকছে আকর্ষণীয় ব্যাগ। বিস্তারিত- ০১৮৪৭০৫২০৭৯,  ০১৮৪৭০৫২০৭৪

Share This:

*

*