বাগেরহাটে চালু হলো রবি সেবা কেন্দ্র

আরো মানসম্মত সেবা নিশ্চিত করতে মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড বাগেরহাটের রেল রোড মোড়ে একটি রবি সেবা কেন্দ্র (ওয়াক ইন সেন্টার) উদ্বোধন করেছে। এখানে রবি’র সকল পণ্য ক্রয় ও সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।  রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ রবি সেবা কেন্দ্র’টির উদ্বোধন করেন। এসময় সাউদার্ন ক্লাস্টারের ক্লাস্টার ডিরেক্টর এ.এস.এম এনায়েতুর রহিম ও খুলনার রিজিওনাল ম্যানেজার আলম সৈয়দ আশরাফুল উপস্থিত ছিলেন। এছাড়া এরিয়া ম্যানেজার, ফ্যাসিলিটিস অ্যান্ড সার্ভিসেসের ম্যানেজার, কাস্টমার এক্সপেরিয়েন্সের ম্যানেজার এবং স্থানীয় ডিসট্রিবিউটররাও উপস্থিত ছিলেন।

Share This:

*

*