স্ট্যাটকাউন্টার তথ্য অনুসারে বিশ্বের দ্বিতীয় মোবাইল ব্রাউজার ইউসি ব্রাউজার। ভাষার মাসে বিশ্বে প্রথমবারের মতো বাংলায় ওয়েব ব্রাউজিংয়ের সুবিধা চালূ করল ইউসি ওয়েব। এ উপলক্ষে আজ ঢাকার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের আযোজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউসি ওয়েব এর ইমার্জিং মার্কেট এর মার্কেটিং ডিরেক্টর ক্যাথরিন হং ও ইউসি ওয়েব ইন্টারন্যাশনাল বিজনেস ডেভোলপমেন্ট বিভাগের ম্যানেজিং ডিরেক্টর কেনি ইয়ে। ২০১৫ সালের ডিসেম্বরে বিশ্বে প্রথমবারের মতো বাংলায় পরীক্ষামুলক ভাবে মোবাইল ব্রাউজার চালু করা হয়। পরীক্ষামুলক সংস্করন চালুর দুই মাস পর আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের উপহার হিসেবে বাংলাদেশীদের জন্য ইউসি ব্রাউজারের বাংলা সংস্করন চালু করা হলো- বলেন ক্যাথরিন হং। সংবাদ সম্মেলনে আরো জানানো হয় ইউসি ব্রাউজারের বাংলা সংস্করন চালূ করার বিষয়টি ২০১৫ সালের জুন মাসে পরিচালিত একটি জরিপের ভিত্তিতেই গ্রহন করা হয়। উক্ত জরিপের ফল হিসেবে ইন্টারফেস হিসেবে প্রথম ভাষা ব্যবহারকারীদের মোট জনসংখ্যার ৯৮ শতাংশের মধ্যে ৩৭ শতাংশ ব্যবহারকারী বাংলা ভাষাকে পছন্দ করে। আর সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই ইউসি ব্রাউজার টিম কাজ শুরু করে এবং ২০১৫ সারের ডিসেম্বরে প্রথমবারের মত ইউসি ব্রাউজার ১০.৭.৮ সংস্করন চালু করে। ইউসি ওয়েব হলো আলিবাবা গ্রæপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মুল লক্ষ্যই হলো বিশ্বের সব ইন্টারনেট ব্যবহারকারীদের ¯^াছন্দময় ইন্টারনেট সেবা প্রদান করা। চীন, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তানে ইউসি ব্রাউজার জনপ্রিযতার শীর্ষে অবস্থান করছে। পাশাপাশি বাংলাদেশেও এই ব্রাউজারের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে বলেন কেনি ইয়ে।