বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি)-তে অনুষ্ঠিত বাংলাদশে ইনোভশেন অ্যান্ড ডভেলপমন্টে এক্সপো ও গ্রনি ইনভস্টেমন্টে সামটি-২০১৬-তে আধুনিক প্রযুক্তি উন্মোচন করেছে বেইজ টেকনলোজিস। গতকাল থেকে শুরু হয়েছে মেলাটি চলবে আগামি ১৩ ফেব্রæয়ারি, রবিবার পর্যন্ত। বিদ্যুৎ শক্তির ব্যবহার কমানোর লক্ষ্যে বেশ কয়েকটি প্রযুক্তি পণ্য মেলায় প্রদর্শণ করছে বেইজ টেকনলোজিস। প্রতিষ্ঠানটির প্রযুক্তি স্থাপনের মধ্যে উল্লেযোগ্য প্রকল্প হচ্ছে চট্টগ্রাম ইপিজেড-এ ৭৮৬টি লাইটিং পোল প্রতিষ্ঠা। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানেও বেইজ টেকনলোজিসের অত্যাধুনিক সোলার সিস্টেম ব্যবহার করা যাবে, আর এ উদ্দেশ্যেই মেলায় স্টল নিয়ে নিজেদের প্রযুক্তি পণ্য প্রদর্শন করছে এই প্রতিষ্ঠানটি। মুলত দেশে বিদ্যুৎ শক্তির উপর চাপ কমানোর জন্যই সোলার সিস্টেম প্রযুক্তিতে সর্ব মহলে পরিচিত করাচ্ছে বেইজ টেকনোলজিস।
বেইজ টেকনলোজিসের প্রধান নির্বাহি কর্মকর্তা মো: জুবাইর আহমেদ বলেন, প্রযুক্তির উপযুক্ত ব্যবহার নিশ্চিৎ করা এবং বিদ্যুতের উপর নির্ভরতা কমানোর উদ্দেশ্যে প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তি উদ্ভাবণে আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আধুনিক সোলার সিস্টেম বা সৌরশক্তি প্রযুক্তির ব্যবহারের প্রতি আমাদের প্রচেষ্টা। আমাদের অভিজ্ঞতা এবং দক্ষ ও প্রশিক্ষিত জনবল নিয়ে আমরা ছোট-বড় প্রতিষ্ঠানগুলোর জন্য একইধরনের বিভিন্ন সেবা নিয়ে আসব।