১৮ অক্টোবর থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে শুরু হচ্ছে বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭। মেলায় বিভিন্ন পন্যের সাথে আকর্ষনীয় অফার ঘোষনা করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। এইচপি’র নির্দিষ্ট মডেলের ল্যাপটপের সাথে থাকছে আকর্ষনীয় রঙ্গিন প্রিন্টার, ডেল এর বিভিন্ন ল্যাপটপে মডেলভেদে উপহার হিসেবে থাকছে ক্যানন প্রিন্টার, স্পীকার, ওয়্যারলেস মাউস ও টি-শার্ট এবং অ্যাভিরা এন্টিভাইরাসের সাথে পিৎজা হাট এর গিফট ভাউচার পাবেন ক্রেতাবৃন্দ। তাছাড়াও লেনোভো, এসার, অ্যাপল, কোরসেয়ার, নেটিস, লজিটেক ও গিগাবাইট পন্যে বিশেষ মূল্যছাড় উপভোগ করতে পারবেন ক্রেতা সাধারন।